সারা বিশ্ব থমকে গেছে করোনা ভাইরাসের দাপটে। এই মারণ ভাইরাসের কারণে প্রাণ হারিয়েছেন বহু মানুষ। একটি ভাইরাস প্রায় দেড় বছর ধরে পৃথিবীর স্বাভাবিক জীবন কে তছনছ করে দিয়েছে। কিন্তু জানেন কি এই ভাইরাসের নাম করোনা কি ভাবে হয়েছে?
নভেল করোনা ভাইরাস-১৯ এর পিছনে দায়ী যে ভাইরাসটির সেটি হলো সারস-কোভিড -২। এই সারস-কোভিড -২ ভাইরাসটি একটি ভাইরাসের গ্রুপের অংশ যা করোনাভাইরাস নামে পরিচিত। শত শত ধরনের করোনভাইরাস প্রাণীদের মধ্যে বিদ্যমান, তবে এই করোনভাইরাসগুলির মধ্যে মাত্র সাতটিই মানুষের মধ্যে সংক্রমন ঘটাতে সক্ষম।
প্রকৃতপক্ষে, বিভিন্ন ধরনের করোনভাইরাস গুলি যে ধরনের অসুস্থতাগুলির সৃষ্টি করে তা এই ভাইরাসগুলির নামকরনে একটি বিশাল ভূমিকা পালন করে থাকে।
তবে করোনা ভাইরাসকে “করোনা” নামকরণের পিছনে রয়েছে এর গঠন। দৃশ্যত করোনা ভাইরাসের সারফেসের উপরে কতগুলি মুলত মুকুট-জাতীয় প্রোট্রুশন (protrusions) রয়েছে। এই মুকুট বা ক্রাউন (Crown) শব্দটিকে লাতিন ভাষায় “করোনাম” বলা হয়। “করোনাম” শব্দটির থেকেই করোনা ভাইরাসের নামকরণ।
যেকোনো ভাইরাসগুলির আনুষ্ঠানিকভাবে নামকরণ করে একটি সংস্থা যার নাম ইন্টারন্যাশনাল কমিটি অফ টাকসনোমি অফ ভাইরাস (International Committee on Taxonomy of Viruses) বা ICTV। প্রতিটি নতুন আবিষ্কৃত ভাইরাস কে তার প্রজাতি, জিন ও গোত্র এবং আরও অনেক কিছু অনুযায়ী নাম দেয় তারা।
যে করোনা ভাইরাসের কোভিড- ১৯ এর জন্য দায়ী তার প্রাথমিক কোনো নাম ছিল না। পরবর্তীতে হু (WHO) আর আইসিটিভি (ICTV) মিলে নামকরণ করে।
করোনা ভাইরাসের সংক্রমন কে নাম দেওয়া হয় কোভিড- ১৯ বা COVID-19। এর মধ্যে CO তে COrona বা করোনা , VI te VIrus বা ভাইরাস আর D টে DIsease , ডিসিস অর্থাৎ অসুস্থতা বোঝানো হয়। ১৯ দিয়ে এই ভাইরাসের খোঁজ মিলেছে যেই বছর সেই ২০১৯ কে বোঝানো হয়। তাই সামগ্রিক ভাবে একে কোভিড- ১৯ বা COVID-19 বলা হয়।