Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

১৮ বছরের ঊর্ধ্বের সমস্ত ভারতীয় কে বিনামূল্যে ভ্যাকসিন দেবে সরকার, বড় ঘোষণা প্রধানমন্ত্রীর

আগে থেকেই ঘোষনা করেছিলেন সোমবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন তিনি। আর সেই ভাষণেই করলেন এক বড় ঘোষনা করোনার টিকাকরণ নিয়ে। প্রত্যেক দেশবাসীর জন্য বিনামূল্যে করোনা টিকা (Corona vaccine) দেবে কেন্দ্র। এমনটাই জানালেন প্রধানমন্ত্রী।

টিকাকরণের জন্য রাজ্যগুলিকে আর কোনও অর্থ ব্যয় করতে হবে না। আগামী ২১ জুন থেকেই ১৮ বছরের ঊর্ধ্ব সব নাগরিককের টিকার ব্যাবস্থা বিনামূল্যে করে দেবে ভারত সরকার।

সোমবার প্রধানমন্ত্রী তার জাতির উদ্দেশে ভাষণে জানিয়েছেন, এখন থেকে ভারতে উৎপাদিত মোট করোনা টিকার ৭৫ শতাংশই কিনবে কেন্দ্রীয় সরকার। তারপর সেই করোনা ভ্যাকসিন নিখরচায় তুলে দেওয়া হবে বিভিন্ন রাজ্য সরকারগুলির হাতে। এই ভ্যাকসিন বিতরণ আগামী ২১ জুন , যোগ দিবস থেকে শুরু হবে।

এই দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিবলেন, ২০২১ এর ১৬ জানুয়ারি দেশে টিকাকরণ শুরু হওয়ার থেকে এপ্রিলের শেষ পর্যন্ত করোনার ভ্যাকসিন দেওয়ার দায়িত্বভার মূলত কেন্দ্রের হাতেই ছিল। কিন্তু তারপর বহু রাজ্য নিজের রাজ্যে ভ্যাকসিন দেওয়ার দায়িত্ব নিজেদের হাতে নিতে চাইছিল। সাস্থের দায়িত্বভার যেহেতু রাজ্য কেন্দ্রিক, তাই কেন্দ্রীয় সরকার রাজ্যগুলির উপর করোনা টিকাকরণের ভার ছেড়েছিল। কিন্তু ভারত সরকার এক নির্দেশিকা তৈরি করেছিল, যা মেনে রাজ্য সরকারগুলি নিজেদের মতো টিকাকরণের ব্যবস্থা করতে পারে।

তিনি আরও জানান এরপর ১মে থেকে রাজ্য সরকারগুলিকে কেন্দ্র ২৫ শতাংশ করে ভ্যাকসিন প্রদান শুরু করে। তার ১৪ দিনের মধ্যেই বহু রাজ্য সহমত প্রদান করে , আগের ব্যবস্থাই ভাল ছিল। বহু রাজ্যে টিকা দানে জটিলতা তৈরি হচ্ছিল। সেই সমস্যা সমাধানে কেন্দ্র উদ্যোগী হল। আবারও কেন্দ্র করোনা মোকাবিলায় নাগরিকের ভ্যাকসিনেশনের দায়িত্ব নিল। ১৮ বছরের উপরের সব নাগরিককে টিকাকরণের আওতায় আনা হল। কিন্তু, কেউ অবশ্য চাইলে বেসরকারি হাসপাতাল থেকেও ভ্যাকসিন নিতে পারেন। সেই ক্ষেত্রে, সেই হাসপাতাল ভ্যাকসিনের নির্ধারিত মূল্যের উপর ১৫০ টাকা পর্যন্ত সার্ভিস ট্যাক্স নিতে পারবে। এটা দেখভালের দায়িত্ব রাজ্য সরকারের।

Related posts

যৌনতায় আগ্রহ হারাচ্ছে স্বামী! খুব সহজেই এভাবে যৌনতার জন্য তাকে উত্তেজিত করে তুলুন

News Desk

হোলি খেলা শেষে স্নান করতে গিয়েই সর্বনাশ! বাথরুমে মর্মান্তিক পরিণতি সদ্য বিবাহিত দম্পতির

News Desk

দেশের দৈনিক করোনায় মৃত্যু কমে ৫০ এর নীচে, করোনা মুক্তির পথে ভারত

News Desk