লাগাতার কমছে করোনার দৈনিক সংক্রমন। পাশাপাশি কমছে করোনার কারণে দৈনিক মৃত্যু। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দৈনিক হেলথ বুলেটিন অনুযায়ী গত ২৪-ঘণ্টায় দেশে নিম্নমুখী করোনার কোপ। আড়াই হাজারের নীচে নামল দৈনিক মৃত্যু। ধীরে ধীরে সেরে উঠছে ভারত। জায়গায় জায়গায় লকডাউন , কড়া সামাজিক দুরত্ব বিধি নিষেধ মেনে চলার ও মাস্ক পরার সুফল মিলছে হাতেহাতে।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক থেকে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, শেষ ২৪ ঘন্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ১,০০,৬৩৬ জন। আর গত ২৪ ঘন্টায় করোনা কে হারিয়ে দেশে সুস্থ হয়ে উঠেছে ১,৭৪,৩৯৯ জন এবং করোনার কারণে ভারতে মৃত্যু হয়েছে ২৪২৭ জনের।
গত ২৫ দিন ধরে লাগাতার দৈনিক সুস্থতার হার দৈনিক আক্রান্তের থেকে বেশি হওয়ায় ভারতে ধীরে ধীরে কমছে অ্যাক্টিভ কেসের সংখ্যাও।ভারতে বর্তমান করোনা অ্যাক্টিভ রুগীর সংখ্যা ১৪ লাখ ১ হাজার ৬০৯ জন।
ভারতে এখনও অবধি করোনার কারণে মোট আক্রান্ত হয়েছেন ২ কোটি ৮৯ লাখ ৯ হাজার ৯৭৫ জন। আর করোনা কে হারিয়ে সুস্থ হয়ে উঠেছে এমন মানুষের সংখ্যা ২ কোটি ৭১ লাখ ৫৯ হাজার ১৮০ জন। দেশে করোনার কারণে দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৪৯ হাজার ১৮৬ জনে।
আক্রান্তের সংখ্যায় বড়সর তফাৎ এলেও দ্বিতীয় ঢেউয়ের প্রভাব কমে গেছে বলা যাবে না। কড়াকড়ি বা সামাজিক বিধি নিষেধে কোনো ছাড় দেওয়া যাবে না। বিশেষজ্ঞরা এর মধ্যেই আশঙ্কা করছেন তৃতীয় ঢেউয়ের। আর তা রুখতে পুরোদমে চলছে ভ্যাকসিন দেওয়ার কাজ। এখন অবধি ভারতে ২৩,২৭,৮৬,৪৮২ জনকে ভ্যাকসিন দেওয়া সম্পূর্ন হয়েছে।