Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

লক্ষ ডিসেম্বরের মধ্যে টিকাকরন, ফাইজার ও মর্ডানা কে ছাড়পত্র দেওয়ার পথে কেন্দ্র

করোনার দ্বিতীয় ঢেউয়ের সর্বাধিক সংক্রমনের সময় পার করে এসেছে দেশ। এমন অবস্থায় তৃতীয় ঢেউয়ের প্রস্তুতি তুঙ্গে দেশ জুড়ে। হাসপাতাল পরিকাঠামো মজবুত করা, অক্সিজেনের যোগান স্বাভাবিক রাখার পাশাপাশি আগামী ডিসেম্বরের মধ্যে যাতে ভারতবর্ষের ১৮ বছরের উর্দ্ধে সমস্ত নাগরিকের টিকাকরণ সম্পূর্ন হয়, সেটাই প্রধান লক্ষ্য কেন্দ্রের।

লক্ষ ডিসেম্বরের মধ্যে টিকাকরন, ফাইজার ও মর্ডানা কে ছাড়পত্র দেওয়ার পথে কেন্দ্র

কিন্তু ডিসেম্বরের মধ্যে এত বেশি পরিমাণ ভ্যাকসিন ডোজ প্রস্তুত করা কি সম্ভব? সেই কথা চিন্তা করেই টিকার সরবরাহে বড়সড় সিদ্ধান্তের নেওয়ার পথে কেন্দ্র। সূত্রে খবর, কেন্দ্র জরুরি ভিত্তিতে আমেরিকান টিকা প্রস্তুতকারী সংস্থা ফাইজার (Pfizer) এবং মডার্না (Moderna) কে ছাড়পত্র দেওয়ার কথা ভাবছে। এই দুই টিকা প্রস্তুতকারী সংস্থার তরফে দেওয়া শর্ত মেনে নিয়েই আইনি রক্ষাকবচ দিতে পারে কেন্দ্র।

ফাইজার ও মর্ডানা যদি ভারতে ছাড়পত্র পায় তাহলে টিকাকরণ কে ত্বরান্বিত করার জন্য আরও বেশি পরিমাণে ভ্যাকসিন ডোজ পাবে কেন্দ্র। সম্প্রতি ভারতে এই দুই আমেরিকান সংস্থা জরুরি ভিত্তিতে তাদের তৈরী টিকা ব্যবহারের জন্য ছাড়পত্র চেয়েছিল। একইসঙ্গে ভারতে টিকা জোগানের ক্ষেত্রে কিছু শর্ত প্রয়োগ করেছিল। যার মধ্যে মূল শর্ত হলো টিকা যোগানের পর আর্থিক লোকসান এড়াতে আইনী আর্থিক সুরক্ষা বলয়। পৃথিবীর বাকি দেশেই এই শর্ত অনুযায়ী সংস্থা দুটি আইনি ছাড়পত্র পেয়েছে।

কেন্দ্রের সরকারী আধিকারিকদের সূত্রে খবর তেমন হলে আন্তর্জাতিক নিয়ম পদ্ধতি মেনেই আর্থিক এবং আইনি সুরক্ষা দেওয়া হবে টিকা সংস্থাগুলিকে।

সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, ফাইজার ইতিমধ্যেই কেন্দ্র কে জানিয়েছে তারা জুলাই থেকে অক্টোবারের মধ্যে ভারতকে পাঁচ কোটি অর্থমূল্যের ডোজ দিতে তৈরি রয়েছে।

Related posts

মর্মান্তিক! রুটি বানাতে গিয়ে কিভাবে চলে গেল ২২ বছরের ফুটফুটে তরুণীর প্রাণ!

News Desk

মেয়ে জানলে জুটবে অত্যাচার! তালিবানের হাত থেকে বাঁচতে ১০ বছর পুরুষ সেজে ছিলেন নাদিয়া

News Desk

কেক কাটা থেকে উপহারের বহর! কুকুরের জন্মদিন উদযাপনের আয়োজন দেখলে হাঁ হয়ে যাবেন

News Desk