গত কয়েকদিন ধরে ক্রমাগত কমছিল আক্রান্তের সংখ্যা। তৃতীয় ঢেউ নিয়ে আশঙ্কার মধ্যেই আশার আলো দেখতে শুরু করেছিল দেশ। কিন্তু গত ২৪ ঘন্টায় আবারও সামান্য হলেও বাড়লো দেশে আক্রান্তের সংখ্যা।
শেষ কিছু দিন ধরেই লাফিয়ে লাফিয়ে কমছিল আক্রান্তের সংখ্যা। মাস্ক ব্যবহার, সমাজিক জমায়েত এড়িয়ে চলা ইত্যাদি নিয়ে কড়াকড়ি চলছে। আর তারই ফলে কমছে সংক্রমনের হার এমনটাই ভাবা হচ্ছিল। কিন্তু আজ আবার কিছুটা হলেও বাড়লো সংক্রমন।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক থেকে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৩২ হাজার ৭৮৮ জন। এর আগের দিন করোনায় দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ১ লাখ ২৭ হাজার ৫১০ জন।
সাস্থ্য বুলেটিন বলছে গত ২৪ ঘন্টায় করোনা কে হারিয়ে দেশে সুস্থ হয়েছেন ২ লাখ ৩১ হাজার ৪৫৬ জন।
যদিও সুস্থতার হার কিছুটা বেশি হওয়ার কারণে আস্তে আস্তে কমেছে অ্যাক্টিভ রোগীর সংখ্যা।এই মুহূর্তে দেশে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ১৭ লাখ ৯৩ হাজার ৬৪৫ জন
কিন্তু করোনার দ্বিতীয় ঢেউয়ে বেশ চিন্তায় রাখছে মৃত্যুর হার। আক্রান্তের সংখ্যা অপেক্ষাকৃত কম থাকলেও উদ্বেগ বাড়িয়ে মৃত্যু হয়েছে ৩ হাজার ২০৭ জনের। করোনার দ্বিতীয় ঢেউয়ে বেড়েছে অনেকটাই বেড়েছে মৃত্যুর হার এবং তা চিন্তার কারণ বিশেষজ্ঞদের
তৃতীয় ঢেউয়ের হানার আগেই সাধারণ মানুষ কে সুরক্ষিত করতে ভারতে জোর কদমে চলছে ভ্যাকসিনেশন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক থেকে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী এখনও পর্যন্ত টিকা পেয়েছেন ২১ কোটি ৮৫ লাখ ৪৬ হাজার ৬৬৭ জন দেশবাসী।