তেলেঙ্গানার খাম্মাম এ ভয়ঙ্কর ষড়যন্ত্র করে খুন। চলন্ত বাইকে ঘটে গেল বিষ ইনজেকশন দিয়ে খুনের ঘটনা। পুলিশ বিষয়টি তদন্ত করলে চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটিত হয়। জামাল নামক এক ব্যাক্তিকে খুন করেছে তার স্ত্রী। হত্যার অভিযোগে জামালের স্ত্রী, আরএমপি চিকিৎসকসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, ৫৫ বছর বয়সী শেখ জামাল গত ১৯শে সেপ্টেম্বর সন্ধ্যায় বাড়ি থেকে বের হন। মেয়ের সঙ্গে দেখা করতে পার্শ্ববর্তী অন্ধ্রপ্রদেশের গুন্দ্রাই গ্রামে যাচ্ছিলেন তিনি। মাঙ্কি ক্যাপ পরা এক অপরিচিত লোক তার কাছে বল্লভী গ্রামের কাছে লিফট চায়। জামাল গাড়ি থামিয়ে আসামিকে লিফট দেয়, কিছুদূর যাওয়ার পর পেছনে বসা ব্যক্তি জামালের উরুতে ইনজেকশন পুশ করে দেয়। এরপর জামালের মাথা ঘোরা শুরু হলে পেছনে বসা ব্যক্তি বাইক থামাতে বলে আর সে সেখান থেকে নেমে চলে যায়। অসুস্থ বোধ করায় জামাল পাশের ক্ষেতে কাজ করা লোকজনের কাছে সাহায্য চায়। তিনি লোকদের বলেছিলেন যে তার মাথা ঘোরাচ্ছে। পরে তারা তাকে হাসপাতালে নিয়ে যায়। তবে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জামালের মৃত্যু হয়।
ডাক্তাররা পুলিশে খবর দেয়। ময়নাতদন্তে জানা যায় বিষ ক্রিয়ায় মৃত্যু হয়েছে তার। নিহত জামালকে নির্মূল করতে এ হত্যার পরিকল্পনা করা হয়। কেননা তিনি তাঁর স্ত্রী ইমাম বি এবং অটো চালক গোদা মোহন রাওয়ের মধ্যে বিবাহবহির্ভূত সম্পর্কের বিষয়ে আপত্তি জানিয়েছিলেন। হত্যাকাণ্ডের সংগৃহীত সিসিটিভি ফুটেজ, আসামিদের মোবাইল ফোনের লোকেশন ও কল ডাটার ভিত্তিতে পুলিশ কেস তৈরি করে এবং নিহতের স্ত্রী সহ চার আসামিকে হেফাজতে নেয়।