Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

রান্না পুজোর আয়জনের সময় আঁচের আগুনে পুড়ে ছারখার গোটা বাড়ি! ভয়াবহ ঘটনা ক্যানিংয়ে

রান্না পুজোর জন্য রান্না করার সময় রান্নার আঁচের আগুনে পুড়ে ছারখার হয়ে গেল সবকিছু। এখন সব হারিয়ে গোটা পরিবার রীতিমতো গৃহহীন হয়ে পড়েছেন । ক্যানিং থানার অন্তর্গত ১ নম্বর দিঘিরপাড় এলাকার জয়দেব পল্লীতে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা শুক্রবার রাতে ঘটেছে। কোনও ভাবে গ্যাস সিলিন্ডারের পাইপে আগুন লেগে গিয়েছিল, গোটা বাড়ি তা থেকেই পুড়ে যায় বলে জানা গিয়েছে।

পেশায় ভ্যান চালক দীপক মণ্ডল, সেই পুড়ে ছারখার হয়ে যাওয়া বাড়ির মালিক। রান্না পুজো উপলক্ষে শুক্রবার গভীর রাতে তাঁর বাড়িতে রান্না করার তোড়জোড় চলছিল। দীপক বাবুর স্ত্রী নমিতা মণ্ডল রান্নার প্রস্তুতি নিচ্ছিলেন। ঘরের মধ্যে সেই সময় ঘুমিয়েছিলেন পরিবারের অন্যান্য সদস্যরা। পরিবারের থেকে জানানো হয়েছে , গ্যাস সিলিন্ডারের পাইপে আচমকাই আগুন লেগে যায় কোনও ভাবে। দেখতে পেয়েই আগুন নেভানোর চেষ্টা করেন জল দিয়ে পরিবারের সদস্যরা। কিন্তু আগুন ছড়িয়ে পড়তে খুব বেশি সময় নেয়নি।

Husband tried to suicide by jumping into pyre of wife in Odisha

তাঁদের পরিবারের অন্যান্য সদস্যদের মণ্ডল দম্পতি ঘুমন্ত অবস্থায় কোনও ক্রমে বাইরে বের করে নিয়ে আসে। পরিবার সূত্রে খবর কারও কোনও ক্ষতি হয়নি এই দুর্ঘটনায়। তারা আতঙ্কিত হয়ে পাড়ার লোককে ডেকে এনেছিল সেই সময়।

জল ঢালতে শুরু করেন প্রত্যেকেই আগুন আয়ত্বে আনার জন্য। খবর দেওয়া হয় ক্যানিং থানার পুলিশকে। ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলও। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যায় ক্যানিং থানার পুলিশ ও দমকলের একটি ইঞ্জিন। দীর্ঘ প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন আয়ত্বে আনতে সক্ষম হয় দমকল বাহিনী। তবে ততক্ষণে বাড়িঘর সহ ওই পরিবারের সমস্ত আসবাবপত্র পুড়ে ছারখার হয়ে যায়। এখন তাদের আশ্রয় বলতে প্রকৃতি।

Related posts

এই বাংলায় আছে এমন জায়গা যেখানে স্বাধীনতা দিবস ১৮ই আগস্ট পালিত হয়, জানেন কেন?

News Desk

সুশান্ত সিং রাজপুতের বায়োপিক ঘিরে দানা বাঁধল বিতর্ক, কী কারণে হাই কোর্টের দ্বারস্থ হলেন সুশান্ত এর বাবা?

News Desk

XE ভেরিয়েন্টের খোঁজ মিললেও এখনও স্বস্তিদায়ক দেশের করোনা গ্রাফ! শুরু হলো প্রাপ্তবয়স্কদের বুস্টার ডোজ

News Desk