Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

খাবার দিতে এসে চক্ষু ছানাবড়া ডেলিভারিকর্মীর? ফাঁস পরকীয়ার গোপন রহস্য?

গৃহস্থের প্রয়োজনীয় জিনিস থেকে খাবার, জামাকাপড় সব কিছুই এখন অনলাইনে পাওয়া যায়। যা ডেলিভারী দিতে আসেন ডেলিভারী বয় রা। এমনই একজন এ বার ‘অন্য রকম’ এক অভিজ্ঞতার সম্মুখীন হলেন খাদ্য সরবরাহ কর্মী খাবার ডেলিভারি করতে এসে। খাবার অর্ডার যিনি করেছিলেন তিনি নিজেই ওই খাদ্য সরবরাহ কর্মীকে গোয়ান্দাগিরি করতে বললেন।

ফেসবুকে তাইল্যান্ডের ননথাবুরি অঞ্চলের এক খাদ্য-সরবরাহকারী সংস্থার কর্মী জানিয়েছেন, বেশ কদিন আগে তিনি এক মহিলার জন্য খাবার সরবরাহ করতে যাচ্ছিলেন। যিনি খাবারের বরাত দিয়েছিলেন সেই গন্তব্যে পৌঁছে যাওয়ার সঙ্গে সঙ্গেই, তাঁর থেকে একটি মেসেজ বার্তা আসে তাঁর ফোনে। সেখানে লেখা ছিল , খাবার নিয়ে তিনি এসেছেন তা তিনি খেয়ে নিতে পারেন। কিন্তু একটি কাজ করতে হবে তার বদলে তাঁকে। এখন কী সেই কাজ? তাঁর খাবার যে বাড়িতে পৌঁছে দেওয়ার কথা, একটি নির্দিষ্ট মডেলের কোনও গাড়ি সেই বাড়িটির সামনে আছে কি না, তা বলতে হবে তাঁকে।

আসলে খাবার পৌঁছে দেওয়ার কথা যে বাড়িতে, এক রমণীর সঙ্গে পরকীয়ায় জড়িয়েছেন সেই বাড়ির বাসিন্দা, খাবারের বরাত দেওয়া মহিলা এমনই সন্দেহ করতেন। সম্প্রতি তাঁর প্রেমিক ওই রমণীর বাড়িতেই রয়েছেন বলে সন্দেহ হয়। সেই বাড়ির ঠিকানা দিয়ে যাচাই করতে খাবার বুক করেন তিনি। তিনি যাচাই করেন খাবার পৌঁছে দিতে যাওয়া ডেলিভারি কর্মীকে দিয়ে সেই বাড়ির সামনে তাঁর প্রেমিকের গাড়ি আছে কি না।

খাদ্য সরবরাহকারী সংস্থার ওই কর্মী তার নিজের পোস্টে জানিয়েছে , একেবারেই ঠিক প্রমাণিত হয় মহিলার সন্দেহ। গাড়িটি সত্যিই দাঁড়িয়ে ছিল প্রেমিকের বাড়িটির সামনে। সে কথা জানিয়েও দেন মহিলাকে তিনি। তবে তিনি এও জানিয়েছেন যে এই কাজ তিনি স্বইচ্ছায় করেননি। অর্ডার সম্পূর্ণ করছিলেন না মহিলা কাজ না করলে। তাই মহিলার নির্দেশ পালন করেছেন তিনি বরাত সম্পূর্ণ করতেই, দাবি তাঁর।

Related posts

২৩ বছর বয়সেই এই মেয়ের হাতে এত চাকরি! এখনও অবধি ২২ জায়গা থেকে ইস্তফা দিয়েছেন!

News Desk

সমস্ত বিজ্ঞাপনের ছবিতে বা দোকানে ঘড়ির কাঁটা ১০টা বেজে ১০ মিনিটেই থেমে থাকে কেন?

News Desk

প্রায় দু’সপ্তাহ পর একটু স্বস্তি দেশে, ২৪ ঘণ্টায় দিনে আক্রান্ত সাড়ে তিন লক্ষের কম, ১ দিনে মৃত্যু ৩,৮৭৬

News Desk