Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

কাজের জন্য বেরিয়ে আর ফেরেনি মেয়েটি, হঠাৎ কল এলো, বললো আমাকে বাঁচাও…

চাঞ্চল্যকর ভাবে নিখোঁজ এক তরুণী। ছত্তিশগড়ের কোরবা জেলার সাতরেঙ্গায় পিকনিকের পরের দিন থেকে নিখোঁজ কুসমুন্ডা থানা এলাকার চুনচুনির বাসিন্দা প্রিয়াঙ্কা সোনওয়ানি নামে এক ১৯ বছর বয়সী তরুণী। পরিবারের লোকজন খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান না পাওয়ায় কুসমুন্ডা থানায় লিখিতভাবে বিষয়টি জানায় পরিবার। সম্প্রতি একটি নম্বর থেকে ফোন আসার পর দুশ্চিন্তা বেড়েছে পরিবারের। যেখানে প্রিয়াঙ্কা নিজেকে অপহরণের কথা জানিয়েছেন এবং বাঁচানোর আবেদন জানিয়েছেন। কুসমুন্ডা থানা এলাকায় বসবাসকারী প্রিয়াঙ্কা সোনওয়ানি এক সাধারণ মধ্যবিত্ত পরিবারের সদস্য। তাই মেয়েটিকে অপহরণ করে অপহরণকারীরা কি উদ্দেশ্য সাধন করতে চাইছে তাই নিয়ে প্রশ্ন উঠছে।

২৪ শে আগস্ট থেকে নিখোঁজ মেয়েটি

তরুণী গত ২৪শে আগস্ট থেকে নিখোঁজ এবং এখন পর্যন্ত তার কোন সন্ধান পাওয়া যায়নি। কাজের উদ্দেশে বাড়ি থেকে বেরিয়ে পরে আর বাড়ি ফেরেনি সে। প্রিয়াঙ্কার মা মমতা জানান, কয়েকদিন আগে তিনি কয়েকজন বন্ধুর সঙ্গে সাতরেঙ্গালে গিয়ে পরের দিন থেকে নিখোঁজ হন। প্রায় ২ দিন ধরে তাকে খোঁজার পর আমরা বিষয়টি থানা ও এসপিকে জানিয়েছি।

মমতা জানান, সম্প্রতি প্রিয়াঙ্কা কারও মোবাইল থেকে আমাদের সঙ্গে ফোনে কথা বলেছেন। এই কথোপকথনটি একটি আতঙ্কের মধ্যে হচ্ছিল। যেখানে প্রিয়াঙ্কা জানায় তার অপহরণ হওয়ার কথা এবং সে পরিবারের লোককে তাঁকে বাঁচাতে বলেছিল। কুসমুন্ডা থানার পুলিশ এই বিষয়ে প্রাপ্ত কলের ভিত্তিতে তদন্ত শুরু করেছে।

Related posts

করোনা সংক্রমণ আবারও বাড়লো দেশে, শেষ ২৪ ঘন্টায় রেকর্ড অ্যাকটিভ কেস

News Desk

আতঙ্ক ধরাচ্ছে করোনা! মাস্ক না পরলে বিপদ আসন্ন, ২৪ ঘন্টায় সংক্রমণ বাড়লো অনেকটাই

News Desk

পাকিস্তানি গ্যাংয়ের সাথে মিলে ঠগবাজি! কোটিপতি বানানোর নামে দিনের পর দিন যা চলছিল

News Desk