২০১৯ সালের ফেব্রুয়ারি মাস। পুরো দেশ কেপে উঠেছিল ভারতীয় সেনাবাহিনীর উপর জঙ্গি বাহিনীর কাপুরুষচিত হামলায়। কাশ্মীরের পুলওয়ামা সেক্টরে শহীদ হয়েছিলেন ভারতের গর্ব বহু সেনা জওয়ান। বহু পরিবার হারিয়েছিল তাদের প্রিয়জনদের। সারা দেশের মানুষ বিদায় জানিয়েছিল তাদের চোখের জলে।
সেই বদলা নিতে গিয়ে জৈশ জঙ্গিদের সাথে সংঘর্ষে এমনি ভাবেই স্বামী কে হারিয়েছিলেন নিকিতাও। ২০১৯ সালে পুলওয়ামায় শহীদ স্বামী মেজর বিভুতিকে একটা ছোট্ট চুমুতেই বিদায় জানিয়েছিলেন নিকিতা। তার চোখের সামনে পলকের মধ্যে শেষ হয়ে গেছিলো নিজের সাজানো সংসার। তার সব আশা ভেঙে যেতে দেখেও মনকে শক্ত করেছিলেন নীতিকা। জেদ চেপে প্রতিজ্ঞাও করেছিলেন তাঁর স্বামী মেজর বিভুতির অসম্পূর্ণ দায়িত্বভার নিজের কাধে তুলে নেওয়ার।
সেই প্রতিজ্ঞাই সম্পূর্ন করলেন নিকিতা। স্বামীর মৃত্যুর ২৫ মাস পর মেজর স্বামীর স্বপ্ন সত্যি করে সেনা বাহিনীতে যোগ দিলেন নিকিতা। চেন্নাইয়ের অফিসার ট্রেনিং অ্যাকাডেমি থেকে পাশ করলেন তিনি। আগে তিনি কর্পোরেট সংস্থায় কর্মরত ছিলেন। কিন্তু ট্রেনিং সম্পূর্ন করে তিনি ভারতীয় সেনার একজন লেফটেন্যান্ট হিসাবে যোগদান করলেন।
নীতিকা জানালেন, “এটা সম্পূর্ন একটা আলাদা অভিজ্ঞতা। যেদিন চেন্নাইতে আমি ট্রেনিং প্রথম শুরু করলাম, মনে হল আমি ওর দেখানো পথেই হাঁটা শুরু করলাম। বিভু আমার সাথেই রয়েছে। আমার পাশে রয়েছেন। ও যেন আমাকে বলছেন, তুমিই পারবে।” এর পাশাপাশি নীতিকা জানান, “আমি তোমাকে ভালবাসি বিভু। শেষ দিন পর্যন্ত তোমাকেই ভালবাসব৷”
প্রসঙ্গত নিকিতার সেনাবাহিনী তে যোগ দেওয়ায় গর্বিত গোটা দেশ। চেন্নাইয়ের অফিসার ট্রেনিং অ্যাকাডেমিতে তাঁকে শুভেচ্ছা বার্তা দেন ভারতীয় সেনার নর্দান কমান্ডের প্রধান লেউটেন্যান্ট জেনারেল ওয়াই কে জোশী৷ নীতিকা কে তিনি বলেন, “তোমার জন্য আমরা গর্বিত৷”