Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

বিমানের বাথরুমে যৌনতার সময় হাতেনাতে ধরা! তারপর কি হলো? জানালেন করণ নিজেই

কফি উইথ করণ শো মানেই বিতর্কিত কিছু মন্তব্য আসবেই। সেলিব্রিটিদের বেডরুম রহস্য ফাঁস হতেও দেখা গেছে ‘কফি উইথ করণ’ শো তে। অন্তত, প্রতি প্রশ্নের পর পর করণ জোহার নিজেই সেলিব্রিটি দের জীবনের গোপন কথা জেনে নেন। তবে নিজেই নিজের ফাঁদে এবার পড়লেন করণ (Karan Johar)। বেশ কিছুদিন আগে ‘কফি উইথ করণে’র যৌনতা নিয়ে তাঁর গোপন কাণ্ড এক এপিসোডে ফাঁস করে ফেললেন।

সম্প্রতি টাইগার শ্রফ ও কীর্তি স্যানন করণের শোয়ে হাজির হয়েছিলেন। করণ টাইগারকে হঠাৎ প্রশ্ন করে বসলেন, কখনও সঙ্গম করেছ অদ্ভুত জায়গায়? টাইগার সাথে সাথেই জবাব দেন যে তিনি প্লেনের মধ্যে সেক্স করেছেন। তখনই করণ নিজের কথা ফাঁস করলেন। তিনি জানান একবার বিমানের মধ্যে বাথরুমে সেক্স করতে গেছিলেন কিন্তু ধরা পড়ে যান! এখনো নাকি তার হাসি পায় এই কথা মনে পড়লে।

প্রসঙ্গত, করণ জোহরের টক শো ‘কফি উইথ করণ ওটিটিতেও নজর কেড়েছে’। অক্ষয়, জাহ্নবী, সারা, আলিয়া, রণবীর সিং, বিজয়, অনন্যা পাণ্ডেরা ইতিমধ্যেই জমিয়ে দিয়েছেন এই টক শো। শোনা যাচ্ছে, দীপিকা পাড়ুকোন নাকি আগে থেকে প্ল্যান করা সত্ত্বে এই শোয়ে আসতে নারাজ। এমনকী, দীপিকা নাকি স্পষ্টই করণকে জানিয়েছেন তিনি ‘কফি উইথ করণে’র অংশ হবেন না বলেও শোনা যাচ্ছে!

এই খবর ঝড়ের গতিতে ছড়িয়ে গেছে গোটা বলিউডে। নিন্দুকরা বলছেন, দীপিকা (Deepika Padukone) ও করণের (Karan Johar) সম্পর্কে তাহলে কি তিক্ততা শুরু হল? তবে এমনও শোনা যাচ্ছে, দীপিকার এমন সিদ্ধান্ত নাকি বিতর্ক থেকে দূরে থাকতেই।

আসলে, একবার ‘কফি উইথ করণে’ সোনম কাপুরের সঙ্গে দীপিকা এসেছিলেন। সেখানে বিতর্ক উসকে দিয়েছিলেন রণবীর কাপুরের প্রসঙ্গে উক্তি করে। যাতে সেই ঘটনার পুনরাবৃত্তি না হয়, সে কারণেই নাকি এবারটা আর ‘কফি উইথ করণে’ আসবেন না দীপিকা! জানা গিয়েছে, দীপিকাকে রাজি করানোর জন্য করণ চেষ্টা করেই চলেছেন। তবে ফের এই শোয়ে এসেছিলেন দীপিকা আলিয়া ভাটের সঙ্গেও। সেই বিতর্কের সূত্রপাত হয়েছিল এপিসোড নিয়েও। আর নিজের জালে নিজেই এবার জড়ালেন করণ জোহর।

Related posts

পর্নহাবে ২০০ এর বেশি অঙ্কের ভিডিও আপলোড করলেন শিক্ষক! কান্ড ঘিরে হতবাক সকলে

News Desk

এই কয়েকটি লক্ষ্মণ উপস্থিত থাকলে বুঝবেন এই নারী খুবই সুলক্ষণা! বয়ে আনবে ভাগ্য

News Desk

বছরের শুরুতেই একধাক্কায় বাড়লো করোনা সংক্রমণ! হুহু করে দেশে বাড়ছে ওমিক্রনও

News Desk