এই ঘটনা শুনলে যে কোনও মানুষের অবাক লাগবে এবং তা খুব স্বাভাবিক। এমনও যে হতে পারে তা কেউ ভাবতে পারবেন না। এও কি সম্ভব? তাও সরকারি কোনও স্বাস্থ্য কেন্দ্রে?
মাথায় প্রচন্ড আঘাত পেয়েছিলেন এক মহিলা। প্রাথমিক চিকিৎসাও করিয়েছিলেন নিজের আঘাতের। সেখান থেকে ড্রেসিং করে দিয়েছিলেন তার মাথার আঘাতের। হাসপাতালে আসার পর সেখানকার চিকিৎসক সেই ড্রেসিং খুলে রীতিমতো হতবাক। তিনি ভাবতেও পারেননি যে এমনটা হতে পারে। ওই মহিলার মাথার আঘাতের ব্যান্ডেজ খুলতেই বেরোলো কন্ডোমের প্যাকেট। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের মোরেনা জেলা হাসপাতালের।
ওই আহত মহিলার নাম রেশমা বাঈ। ধর্মগড়ের বাসিন্দা তিনি। মোরেনার পোরসা কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্রে ওই মহিলা গিয়েছিলেন। তখন জরুরি বিভাগে সেখানে ছিলেন চিকিৎসক ধর্মেন্দ্র রাজপুত। অনন্ত রাম তাঁর সহকারী হিসেবে ছিলেন। সহকারী অনন্তকে রেশমার রক্তপাত কমাতে তুলোর ওপর কার্ডবোর্ডের মতো কিছু দিয়ে বেঁধে দিতে বলেছিলেন চিকিৎসক। কার্ডবোর্ডের পরিবর্তে সহকারী কন্ডোমের প্যাকেট বসিয়ে ব্যান্ডেজ বেঁধে দেন।
প্রচন্ড গুরুতর আঘাত হয়েছিল ওই মহিলার মাথায়। তাঁকে মোরেনা জেলা হাসপাতালে সে কারণে রেফার করেন চিকিৎসকরা। এই কান্ড সেখানেই প্রকাশ পায়। মধ্য প্রদেশের স্বাস্থ্য দফতর থেকে পোরসা কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্রের ওই সহকারীকে সাসপেন্ড করেছে। অতিরিক্ত জেলাশাসক নরোত্তম ভার্গব এই ঘটনায় জানিয়েছেন,এখনও এই ঘটনায় তদন্ত চলছে। যাঁরা এই ঘটনার সঙ্গে সম্পূর্ণভাবে জড়িত, তাঁদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ করা হবে।