Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং বিনোদন

চল্লিশ পেরিয়েও আকর্ষক ফিগার। খোলা পিঠে হট ফটোশুট ঝর তুললেন রাইমা

পরনে জিন্সের প্যান্ট শুধু। ঊর্ধ্বাঙ্গে নগ্ন। পোশাকের চিন্হ মাত্র নেই কোনও। এক টুকরো কাপড় শুধু বুকের কাছে। ক্যামেরার দিকে পিছন ঘুরে তাকিয়ে আছেন। ঝড় উঠেছে চতুর্দিকে, রাইমা সেনের খোলা পিঠের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতে না হতে। রাইমার সেই ছবি এক ধাক্কায় উষ্ণতার পারদ চড়িয়ে দিয়েছে। রাইমার ‘হট’ ছবির তলায় নেটিজেনদের মন্তব্যই যেন সমস্ত লাইমলাইট কেড়ে নিয়েছে। ট্রোল নয়। উষ্ণতা ছড়ানো এমন ছবির জন্য ফটোগ্রাফারেরও তুমুল প্রশংসা করেছেন । মুখ খুলেছেন রাইমা এই ধরনের মন্তব্যের পরেই। জানিয়েছেন, অর্ধনগ্ন ছবি তুলতে তিনি লজ্জা পাননি কখনোই । তিনি তুলেছেন বহু সাহসী ছবি।

চল্লিশ পেরিয়েও আকর্ষক ফিগার। খোলা পিঠে হট ফটোশুট ঝর তুললেন রাইমা

বর্তমানে সাহসী লুকে পোস্ট করা রাইমার একাধিক ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়া তে। কখনও ওয়াইন, কখনও সিগারেট হাতে ছবি। অনেক সময় নেট নাগরিক দের সমালোচনার মুখেও পড়তে হয় তাকে। কিন্তু বিপুল ফলোয়ার থাকাই ছবি পোস্ট করা মাত্রই ভাইরাল হয় রাইমার। আর প্রশংসিতও হন তিনি। রাইমার হট ফটোশুট তাক লাগায় সকলেই।

স্বল্প পোশাক পরে অভিনয় করেছেন সিনেমাতেও। ফলে সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের মন্তব্য রাইমার মনে কোনওভাবেই প্রভাব ফেলে না। এর পরেও যেন কাটতেই চাইছে না ফটোগ্রাফার তথাগত রায়ের তোলা এই ছবির বিতর্ক। কিন্তু রাইমার অন্যদিকে মন রয়েছে। নতুন সিনেমার জন্য ইদানিং অভিনেত্রী ভীষণ ব্যস্ত। তাঁকে প্রসঙ্গত অ্যামাজন প্রাইম-এর ‘দ্য লাস্ট আওয়ার’ সিরিজে দেখা যাবে। সিরিজের কাজে রাইমা মগ্ন এখন। পাশাপাশি রাইমার অভিনয় দেখা যাবে অনুষ্কা শর্মা পরিচালিত ‘মাই’ ছবিতেও। সবমিলিয়ে সোশ্যাল মিডিয়ায় একঘেয়ে পরনিন্দা পরচর্চার বাইরে তিনি নিজের কাজ নিয়ে থাকতেই স্বাচ্ছন্দ্যবোধ করছেন। নজর কাড়লেন রাইমা সাদা কালো ছবিতেও । মুখের আদল বেশ খানিকটা সুচিত্রা সেনের মত, ছবি শেয়ার করাতেও সেই কথা শুরু হয় ।

Related posts

‘প্রেমিকাকে মেরে ফেলেছি’, পরকীয়া সম্পর্কে খুন করে ছেলেকে সাথে নিয়েই থানায় পৌঁছল প্রেমিক!

News Desk

পছন্দের মানুষ প্রেমের প্রস্তাবে না করে দিয়েছিল! প্রত্যাখ্যাত হয়ে চরম পথ বাছলো প্রথম বর্ষের ছাত্রী

News Desk

সদ্যোজাত কন্যাকে ডাস্টবিনে ছুড়ে ফেলতে সাফাইকর্মীকে ঘুষ! অভিযুক্ত একরত্তির বাবা মা

News Desk