Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

মায়ের রান্না ভালো হয়নি, তাই… নিজ মুখে ফাঁস হল ‘ছেলের কীর্তি’, স্তম্ভিত পুলিশও

সাঁকরাইলের চাঁপাতলায় বছর ৫৬ এর শ্যামলী কাঁড়ারের গত বছর ৯ই আগস্ট অস্বাভাবিক মৃত্যু হয়। শ্যামলী দেবীর স্বামীর মৃত্যুর পর তার ছেলেই তার জগৎ ছিল। স্বামীর মৃত্যু ১বছরও পার হল না তার আগেই বছর ৩৫ এর শ্যামলী দেবীর ছেলে সরোজ কাঁড়ারকে তাকে খুনের অভিযোগের গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে সাঁকরাইল থানার পুলিশ সরোজকে গ্রেফতার করে। শুক্রবার ধৃতকে হাওড়া আদালতে তোলা হয়।

গত বছর ৯ অগস্ট সাঁকরাইলের চাঁপাতলায় শ্যামলী কাঁড়ারের (৫৬) অস্বাভাবিক মৃত্যু হয়। স্বামী মারা যাওয়ার পর ছেলেই সবকিছু ছিল তাঁর। সেই ঘটনার বছর ঘোরার আগে তাঁকে খুনের অভিযোগে ছেলে সরোজ কাঁড়ারকে (৩৫) গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে সাঁকরাইল থানার পুলিশ সরোজকে গ্রেফতার করে। শুক্রবার ধৃতকে হাওড়া আদালতে তোলা হয়।

সাঁকরাইল থানার পুলিশ জানায়, গত বছর শ্যামলী কাঁড়ারকে মৃত অবস্থায় স্থানীয় এক হাসপাতালে নিয়ে যান ছেলে। সেখানে সরোজ দাবি করেন, তাঁর মা সিঁড়ি থেকে পড়ে গিয়েছেন। তাতেই বিপদ ঘটে গিয়েছে। চিকিৎসকরা শ্যামলীদেবীকে মৃত বলে জানান। এরপরই দেহ ময়নাতদন্তে পাঠানো হয়। সঙ্গে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলাও দায়ের করে পুলিশ।

সেই মৃত্যুর ময়নাতদন্তের রিপোর্টে জানা যায়, ওই মহিলাকে খুন করা হয়েছে। গলা টিপে খুনের একটা ইঙ্গিত পুলিশ পেয়েছিল। এরপরই তদন্ত শুরু করে। তাতেই উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। শ্যামলীদেবীর ছেলেই তাঁকে গলা টিপে মারেন বলে অভিযোগ। তবে কারণ শুনে হতবাক পুলিশও।

মায়ের রান্না মনের মত না হওয়ায় প্রায় প্রায়ই মায়ের সঙ্গে ছেলের ঝামেলা হত বলে পুলিশ সূত্রে খবর। বছরখানেক আগে সেই ঝামেলার সময়ই ছেলে মাকে গলা টিপে খুন করেন বলে অভিযোগ ওঠে। এ বছর জুলাই মাসের শেষের দিকে শ্যামলীদেবীর ময়নাতদন্তের চূড়ান্ত রিপোর্ট হাতে পায় পুলিশ। শুরু হয় তদন্ত। বৃহস্পতিবার সরোজকে জিজ্ঞাসাবাদ করার সময়ই তিনি কান্নায় ভেঙে পড়েন। শুধু সরোজ নন, ঘটনার দিন যে টোটোতে চাপিয়ে মাকে নিয়ে গিয়েছিলেন সরোজ, সেই টোটো চালককেও জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।

Related posts

নিউ আলিপুরদুয়ারে রাজধানী এক্সপ্রেস না থামায় যাত্রীরা পৌঁছে গেলেন অসমে! হতচকিত যাত্রীরা

News Desk

অষ্টাদশী মেয়েদের দিতেন যৌনতার প্রস্তাব, ৯১ বছরের এই তারকার রঙিন জীবনের কথা অবাক করে

News Desk

ভারতে কমল দৈনিক মৃত্যু ,আবারও দেশে ঊর্ধ্বমুখী সংক্রমণ, চিন্তায় রাখছে পাঁচ রাজ্যের সংক্রমন

News Desk