Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

‘মা কিছুতেই পড়া মনে থাকছে না’, বাড়িতে ফোনের পরই হস্টেল থেকে উদ্ধার ছাত্রীর নিথর দেহ

আবারও ঝুলন্ত দেহের ঘটনার খবর হল কলকাতায় । কলকাতা মেডিকেল কলেজের হোস্টেলের ঘরের ভেতর থেকে ওই মেডিকেল কলেজের এক ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার হল। বছর তেইশের ওই ছাত্রীর নাম প্রদীপ্ত দাস । উত্তর ২৪ পরগনা জেলার সোদপুরের বাসিন্দা তিনি । সেদিন বিকেল চারটে অব্দি কলেজে ক্লাস করেন তিনি। ওই ছাত্রী এমবিবিএস ফাইনাল ইয়ার দিচ্ছিলেন । এরপর নিজের ঘরে সেই গলায় দড়ি দিয়ে ঝুলে পড়েন তিনি । প্রদীপ তাকে ঝুলন্ত অবস্থায় প্রথম দেখেছিলেন তারই রুমমেট । এরপর পুলিশকে খবর দিলে পুলিশ সেখানে গিয়ে তার মৃতদেহ উদ্ধার করেন এবং প্রাথমিকভাবে জানান যে ওই ছাত্রী মানসিক অবসাদে ভুগছিলেন ।

যদিও পুলিশের প্রাথমিক তদন্তের থেকে ওই ছাত্রীর আত্মহত্যার কথাই উঠে আসছে তবুও কোনরকম সুইসাইড নোট পাওয়া যায়নি সেই ঘর থেকে । সোমবার দিন বিকেল সাড়ে পাঁচটা নাগাদ প্রথম ঘটনাটি নজরে আসে প্রদীপ্তার রুমমেটের । ওড়নার ফাঁস লাগিয়ে ছিল পড়েছিল প্রদীপ্তা । সূত্রের খবর অনুযায়ী এদিন তার রুমমেট নোট নিতে গিয়েছিলেন । তিনি ফিরে এসে দেখেন দরজা ভেতর থেকে বন্ধ । কোন সাড়াশব্দ পাচ্ছিনা প্রদীপ থেকে অনেকবার ঢাকার পড়ে এরপর তিনি বাকি হোস্টেলের ছাত্রীদের ডেকে আনেন ওখানে । ডাকাডাকি করেও কোনো সাড়া মেলেনি।

এরপর দরজা ভেঙে ভেতরে ঢুকলে দেখা যায় ওই ছাত্রী ওড়না দিয়ে গলায় জড়িয়ে ঝুলে আত্মহত্যা করেছেন । পুলিশ জানতে পেরেছে প্রাথমিক তদন্তের পর যে ওই ছাত্রী প্রচন্ড মেধাবী ছিলেন কিন্তু তিনি মানসিক অবসাদে ভুগছিলেন বেশ কিছুদিন ধরে । বেশ কিছুদিন আগে নিজের মানসিক কাউন্সেলিং করিয়েছিলেন ডাক্তারের কাছ থেকে । তৃতীয় বর্ষে প্রদীপ্তা ৭৫ শতাংশ নাম্বার পেয়েছিলেন । এবারের পরীক্ষা নিয়ে তিনি প্রচন্ড উদ্বেগ ছিলেন এবং বাড়িতে জানিয়েছিলেন যে তিনি পড়া কিছু মনে রাখতে পারছেন না । মেয়েকে বাড়ি থেকে তার বাবা অনেকবার বলেছিলেন যে মানসিক চাপ না নিতে । পুলিশকেও এমনটাই জানিয়েছেন প্রদীপ্তার বাবা।

শনিবার বাড়ি যাওয়ার পর রবিবার বাড়িতে ছুটি কাটিয়ে সোমবার সকালে ফিরে আসেন প্রদীপ্তা । ক্লাস শেষ হলে মধ্যাহ্নভোজ ছেড়ে নিজের রুমে ফিরে যান তিনি । মায়ের সাথে এদিন ফোনে কথা বলেছেন বেশ কিছুক্ষণ তারপরই এই ঘটনা ঘটে ।

Related posts

নেই মন্দির! ৫০০ বছর ধরে কেন মাটিতেই পুজো হয় দক্ষিণ দিনাজপুরের মাটিয়া কালীর

News Desk

টার্গেট না হলেই কাঁচা ডিম খেতে হবে’, কর্মীদের অদ্ভুত শাস্তি দিয়ে শিরোনামে এই কোম্পানি

News Desk

প্রচুর আয়ের হাতছানি, পর্ন সিনেমায় অভিনয় করাকে পেশা হিসাবে বেছে নিচ্ছেন ব্রিটেনের বহু যুবক যুবতী

News Desk