Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

‘মা কিছুতেই পড়া মনে থাকছে না’, বাড়িতে ফোনের পরই হস্টেল থেকে উদ্ধার ছাত্রীর নিথর দেহ

আবারও ঝুলন্ত দেহের ঘটনার খবর হল কলকাতায় । কলকাতা মেডিকেল কলেজের হোস্টেলের ঘরের ভেতর থেকে ওই মেডিকেল কলেজের এক ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার হল। বছর তেইশের ওই ছাত্রীর নাম প্রদীপ্ত দাস । উত্তর ২৪ পরগনা জেলার সোদপুরের বাসিন্দা তিনি । সেদিন বিকেল চারটে অব্দি কলেজে ক্লাস করেন তিনি। ওই ছাত্রী এমবিবিএস ফাইনাল ইয়ার দিচ্ছিলেন । এরপর নিজের ঘরে সেই গলায় দড়ি দিয়ে ঝুলে পড়েন তিনি । প্রদীপ তাকে ঝুলন্ত অবস্থায় প্রথম দেখেছিলেন তারই রুমমেট । এরপর পুলিশকে খবর দিলে পুলিশ সেখানে গিয়ে তার মৃতদেহ উদ্ধার করেন এবং প্রাথমিকভাবে জানান যে ওই ছাত্রী মানসিক অবসাদে ভুগছিলেন ।

যদিও পুলিশের প্রাথমিক তদন্তের থেকে ওই ছাত্রীর আত্মহত্যার কথাই উঠে আসছে তবুও কোনরকম সুইসাইড নোট পাওয়া যায়নি সেই ঘর থেকে । সোমবার দিন বিকেল সাড়ে পাঁচটা নাগাদ প্রথম ঘটনাটি নজরে আসে প্রদীপ্তার রুমমেটের । ওড়নার ফাঁস লাগিয়ে ছিল পড়েছিল প্রদীপ্তা । সূত্রের খবর অনুযায়ী এদিন তার রুমমেট নোট নিতে গিয়েছিলেন । তিনি ফিরে এসে দেখেন দরজা ভেতর থেকে বন্ধ । কোন সাড়াশব্দ পাচ্ছিনা প্রদীপ থেকে অনেকবার ঢাকার পড়ে এরপর তিনি বাকি হোস্টেলের ছাত্রীদের ডেকে আনেন ওখানে । ডাকাডাকি করেও কোনো সাড়া মেলেনি।

এরপর দরজা ভেঙে ভেতরে ঢুকলে দেখা যায় ওই ছাত্রী ওড়না দিয়ে গলায় জড়িয়ে ঝুলে আত্মহত্যা করেছেন । পুলিশ জানতে পেরেছে প্রাথমিক তদন্তের পর যে ওই ছাত্রী প্রচন্ড মেধাবী ছিলেন কিন্তু তিনি মানসিক অবসাদে ভুগছিলেন বেশ কিছুদিন ধরে । বেশ কিছুদিন আগে নিজের মানসিক কাউন্সেলিং করিয়েছিলেন ডাক্তারের কাছ থেকে । তৃতীয় বর্ষে প্রদীপ্তা ৭৫ শতাংশ নাম্বার পেয়েছিলেন । এবারের পরীক্ষা নিয়ে তিনি প্রচন্ড উদ্বেগ ছিলেন এবং বাড়িতে জানিয়েছিলেন যে তিনি পড়া কিছু মনে রাখতে পারছেন না । মেয়েকে বাড়ি থেকে তার বাবা অনেকবার বলেছিলেন যে মানসিক চাপ না নিতে । পুলিশকেও এমনটাই জানিয়েছেন প্রদীপ্তার বাবা।

শনিবার বাড়ি যাওয়ার পর রবিবার বাড়িতে ছুটি কাটিয়ে সোমবার সকালে ফিরে আসেন প্রদীপ্তা । ক্লাস শেষ হলে মধ্যাহ্নভোজ ছেড়ে নিজের রুমে ফিরে যান তিনি । মায়ের সাথে এদিন ফোনে কথা বলেছেন বেশ কিছুক্ষণ তারপরই এই ঘটনা ঘটে ।

Related posts

বার্বিডলের মতো হওয়ার আকাঙ্খায় এমন কাজ করলেন মহিলা! শুনলে শরীরের লোম খাড়া হয়ে যাবে

News Desk

৫ মাসের শিশু আস্তে আস্তে ‘পাথর’ হয়ে যাচ্ছে ব্রিটেনে, বিরল এক রোগের শিকার একরত্তি

News Desk

OMG! ১৫ দিনে বাচ্চা ছেলেকে তিন তিনবার কামড়ালো একটিই বিষাক্ত সাপ! কি কারণ

News Desk