Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

চলন্ত ট্রেনে হঠাৎই প্রসব বেদনা মহিলার! ট্রেনেই নবজাতক দেখলো পৃথিবীর আলো

ট্রেনের মধ্যেই প্রবল প্রসব বেদনা। তখন দুর্দান্ত গতিতে কলকাতার অভিমুখে ছুটছে ট্রেন। সেই সময় আসন্ন প্রসবা ওই মহিলার প্রসব বেদনা ঘিরে চাঞ্চল্য ছড়ায়। তারপর…

রবিবার জম্মু তাওয়াই থেকে কলকাতাগামী ট্রেনে এক মহিলা একটি কন্যা সন্তানের জন্ম দেন। এর পরে মা ও শিশুকে আসানসোল স্টেশনে নামিয়ে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। গর্ভবতী মহিলা তার দুই সন্তানকে নিয়ে ট্রেনে যাচ্ছিলেন। পশ্চিমবঙ্গের কুমারধুবির কাছে হঠাৎ করেই প্রসব বেদনা শুরু হয়।

জানা গিয়েছে সেই সময় ট্রেনটি প্রচণ্ড গতিতে চলছিল এবং পরের স্টেশন অর্থাৎ আসানসোল অনেক দূরে। মহিলার অবস্থা দেখে ট্রেনে বসা যাত্রীরাই তার সাহায্যে তৎপর হয়ে ওঠে। সময় একদম নেই দেখে কিছু মহিলা যাত্রী গর্ভবতীকে চাদর দিয়ে ঢেকে প্রসব করান। সেখানে উপস্থিত লোকজন ট্রেনে টিটিইকে বিষয়টি জানান।

TTE অবিলম্বে আসানসোল কন্ট্রোল রুপকে ফোন করে মহিলার অবস্থা সম্পর্কে অবহিত করে, তারপরে RPF সাব-ইন্সপেক্টর শুভ্রা দে দল নিয়ে ঘটনাস্থলে পৌঁছেছিল। সেই টিমের সহায়তায় মহিলা ও শিশুটিকে আসানসোল স্টেশনে নামিয়ে আনা হয়। এরপর মা ও শিশু দুজনকেই নিকটস্থ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। মা ও শিশু দুজনেই সুস্থ আছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।

অন্যদিকে, মহিলাটি তার মায়ের বাড়ী থেকে ফিরছিলেন বলে জানা গিয়েছে। টিটিই সঞ্জয় সিং জানিয়েছেন যে উষা যাদব উত্তর প্রদেশের তার মাতৃগৃহ থেকে ফিরছিলেন। তার সঙ্গে তার আরো দুই সন্তানও ছিল। কুমারধুবির কাছে প্রসব বেদনা শুরু হলে যাত্রীরা তাকে সাহায্য করেন। ট্রেনেই কন্যা সন্তানের জন্ম দেন উষা। তবে মা ও শিশু দুজনেই সুস্থ আছেন। তবুও, আরপিএফ দল তাকে হাসপাতালে নিয়ে যায় যাতে দুজনেরই ভালো চিকিৎসা হয়। আরপিএফ এর প্রশংসায় যাত্রীরাও।

Related posts

ফলের রস ভেবে দাদুর রাখা মদ পান করে মৃত্যু ৫ বছরের শিশুর, নাতির মর্মান্তিক পরিণতি দেখে মৃত বৃদ্ধও

News Desk

সাপে কেটেছে এই রাগে পাল্টা সাপ কে কামড়ে দিল যুবক! ফল হল অবিশ্বাস্য

News Desk

৫ বছর আগে সাপের কামড়ে মৃত্যু, এখন ছেলেকে জীবিত খুঁজে পাওয়ার দাবি করছেন মহিলা

News Desk