Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

রাজ্যের করোনা সংক্রমনের দিক থেকে কলকাতা সবথেকে বেশি এগিয়ে, কমলো মৃত্যুহার

গোটা দেশেই দাপট দেখাচ্ছে করোনা ভাইরাস। এমন অবস্থায় আবার বাড়লো করোনার দৈনিক সংক্রমণ। যদিও মৃত্যুহার শেষ ২৪ ঘন্টায় বেশ কিছুটা কমেছে।

মঙ্গলবারদিন রাজ্য স্বাস্থ্যদপ্তরের রিপোর্ট বলছে , করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন গত ২৪ ঘণ্টায় ১২৭৩ জন। গতকাল বারোশোর আশপাশে যে সংখ্যাটা ছিল। ৮.৫৫ শতাংশ দৈনিক পজিটিভিটি রেট। এর মধ্যে একদিনে আক্রান্ত ২৬৯ জন শুধু কলকাতাতেই। গত একদিনেই কলকাতার পরেই করোনা সংক্রমণের দিক থেকে রয়েছে উত্তর ২৪ পরগনা। ১৬০ জন গত একদিনে আক্রান্ত হয়েছে। বীরভূম জেলার অবস্থাও খুব একটা ভালো নয়। একদিনে সেখানে ১১০ জনের মতো সংক্রমিত হয়েছে। তবে এ রাজ্যের অন্যান্য জেলায় করোনা সংক্রমিতের সংখ্যা একশোর নিচে। রাজ্যের মধ্যে  ২০ লক্ষ ৮৮ হাজার ৯৮৮ জন মোট করোনা সংক্রমিতের সংখ্যা।

মৃত্যুহার কমলেও মৃত্যু কমেনি করোনার জন্য। শেষ ২৪ ঘন্টাতেও কলকাতায় ২জনের মৃত্যু হয়েছে। গত একদিনে বাংলায় মোট মৃত্যু হয়েছে ৫জনের। মোট ২১ হাজার ৩৩৯ জন এখনও পর্যন্ত মারণ ভাইরাসের বলি। ১.০২ শতাংশ মৃত্যু হার। বুলেটিন বলছে, রাজ্যে কোভিড থেকে সুস্থ হয়েছেন একদিনে ২, ৪৬১ জন। বাংলার ২০ লক্ষ ৪৭হাজার৫৫ জন এখনও পর্যন্ত ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে জয়ী। বর্তমানে ৯৮.০২ শতাংশ সুস্থতার হার। আপাতত ১৯,৬২২ জন হোম আইসোলেশনে রয়েছেন। আর হাসপাতালে ভরতি ৪৭২ জন করোনা রোগী । এদিকে, রাজ্যের সক্রিয় করোনা রোগী বর্তমানে ২০,০৯৪। যা গতকালের তুলনায় বেশ কিছুটা কমেছে।

সংক্রমণ রুখতে কোভিডবিধি উঠে গেলেও নমুনা পরীক্ষা চলছে। ১৪ হাজার ৮৮৮টি নমুনা একদিনে পরীক্ষা হয়েছে। টেস্টিংয়ের পাশাপাশি টিকাকরণও চলছে জোরকদমে। করোনার টিকার ডোজ গত ২৪ ঘণ্টায় দেওয়া হয়েছে ৩লক্ষ ৭৯ হাজার ৬৮১ জন।

Related posts

তোতা ও ময়না পাখি মানুষের কথা কিভাবে হুবহু নকল করে, বাকি পাখি পারে না কেন! জেনে নিন

News Desk

মন্দির মাত্রই প্রবেশ পথে ঘণ্টা! কিন্তু হিন্দুদের মন্দিরে কেন ঘণ্টা ঝোলানো হয় জানেন?

News Desk

১৭ বার তোপধ্বনিতে শেষকৃত্য সম্পন্ন দেশের প্রথম CDS জেনারেলের! সামিল হল ৮০০ সেনা

News Desk