Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

ভারতে আবারও ওমিক্রন আক্রান্ত! নতুন করে সংক্রমণ বাড়ার পেছনে কোন ভারিয়েন্ট

গোটা দেশে করোনা নিয়ে ভুগছে দেশবাসী। করোনাকে । ভ্যাকসিন দিয়ে করোনাকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে। দেশের মানুষকে যত বেশি পরিমান টিকা দেওয়া সম্ভব হবে তত তাড়াতাড়ি কোরোনাকে বশে আনা যাবে। তারমধ্যেই লাফিয়ে বাড়ছে অ্যাকটিভ কেস। একভাবে টানা তিন দিন করোনার দৈনিক সংক্রমণ ২১ হাজারের কাছাকাছি থাকলেও শেষ ২৪ ঘন্টায় সামান্য কমেছে। যদিও তাতে নিশ্চিন্ত হওয়া সম্ভব নয়।

রবিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, দেশে করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন গত ২৪ ঘণ্টায় ২০,২৭৯ জন। যা ৫.৩ শতাংশ কম গতকালের তুলনায়। দেশের মোট ৪ কোটি ৩৮ লক্ষ ৮৮ হাজার ৭৫৫ জন করোনা সংক্রমিত। গত কয়েকদিনের মতো এদিনও সংক্রমণের পাশাপাশি লাফিয়ে বাড়ল অ্যাকটিভ কেস। বর্তমানে দেশের সক্রিয় রোগী ২১০০ বেড়ে হয়েছে ১ লক্ষ ৫২ হাজার ২০০। গোটা দেশে ০.৩৫ শতাংশ অ্য়াকটিভ কেসের হার। স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন বলছে , ভারতে করোনায় প্রাণ হারিয়েছেন একদিনে ৩৬ জন। দেশে কোভিডে মোট মৃতের সংখ্যা এখনও পর্যন্ত ৫ লক্ষ ২৬ হাজার ৩৩।

দেশের সবচেয়ে বেশি সংক্রমিত পাঁচ রাজ্য হল গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্র (২৩৩৬), কেরল (২২৫২), তামিলনাড়ু (২০১৪), পশ্চিমবঙ্গ (১৮৪৪) এবং কর্ণাটক (১৪৫৬)। এছাড়া একদিনে আক্রান্ত হাজারের বেশি ওড়িশাতেও। তুলনামূলক স্বস্তিজনক গুজরাট ও দিল্লির পরিস্থিতি। আবার ওমিক্রণের সাব-ভ্যারিয়েন্ট BA.5-তে পুণেতে আক্রান্ত দু’জন। BA.4 ও BA.5 মিলিয়ে মোট ১৬০ জন মহারাষ্ট্রে সংক্রমিত ।

শুধুমাত্র সুস্থতার হার নিশ্চিন্ত রাখছে মানুষ কে। পরিসংখ্যান অনুযায়ী, দেশে ৪ কোটি ৩২ লক্ষ ১০ হাজার ৫২২ জন এখনও পর্যন্ত করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে করোনা থেকে সেরে উঠেছেন গত ২৪ ঘণ্টায় ১৮,১৪৩ জন। সুস্থতার হার ৯৮.৪৫ শতাংশ।

Related posts

মহালয়ার শুভ দিনে সুখ এবং সমৃদ্ধি লাভের জন্য কি করবেন ও কোন কাজ করবেন না? জানুন

News Desk

বিয়ের মঞ্চে আগে নাচা নিয়ে কনেপক্ষ আর বরপক্ষের মধ্যে তুলকালাম! পরিণতি হল ভয়াবহ

News Desk

দু’টাকার কয়েন ফিরিয়ে দিতে পারে ভাগ্য , এনে দিতে পারে পাঁচ লাখ টাকা

News Desk