স্ত্রীকে অপহরণ করেছেন স্বামী । ঘটনাটি ঘটেছে দমদম ক্যান্টনমেন্ট এলাকায় । প্রতিবেশীরা এই ঘটনাকে কেন্দ্র করে দমদম থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
১৭ বছর আগে দমদম ক্যান্টনমেন্টের বরফ গলির বাসিন্দা সুজাতা শর্মা মিত্রের সঙ্গে ওই এলাকারই বাসিন্দা ইন্দ্র শর্মার বিয়ে হয়। বিয়ের প্রথম দিকটায় সবকিছু ঠিকই ছিল ,কিন্তু দশ বছর ধরে প্রচন্ড অশান্তি হচ্ছিল ওই দম্পতির । আরো বড় মাত্রায় অশান্তি শুরু হয় শেষ দু’বছরে । বিবাহ-বিচ্ছেদের মামলাও করেন সুজাতা তার স্বামীর বিরুদ্ধে । শুধু তাই নয় দমদম থানায় সুজাতা তার স্বামীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।
প্রতিবেশীদের অভিযোগ, বিবাহবিচ্ছেদ আটকানোর জন্য তার স্বামী সুজাতাকে পাগল সাজিয়ে অপহরণ করে নিয়ে বেহালার একটি মানসিক স্বাস্থ্যকেন্দ্রে পাঠিয়ে দিয়েছে । যদিও সুজাতার কোন মানসিক অসুস্থতা নেই । তাঁদের আরও অভিযোগ, ওই পাড়ারই একটি আবাসনের বাসিন্দা এন জি মিত্র ও তাঁর স্ত্রী একপ্রকার দত্তক নিয়ে মানুষ করেন সুজাতাকে। মিত্র দম্পতি তাদের স্থাবর-অস্থাবর সমস্ত সম্পত্তি সুজাতার নামে করে দিয়ে যান। স্বামী ইন্দ্র সেই সম্পত্তির একটা বড় অংশ সুজাতার থেকে নিয়ে নিয়েছে।
তার নাম একটি জমি ও ছিল যেটা ইন্দ্র নেওয়ার চেষ্টা করেছিল আর তাতেই অশান্তি শুরু হয়। এমনকি সুজাতার গায়ে হাত তুলতো তার স্বামী । এরপরও সুজাতা ঠিক না থাকায় অশান্তি আরো বাড়ে । এর প্রতিবাদ যখন প্রতিবেশীরা পড়তে শুরু করে তখন তাদের কে হুমকি দেয় ইন্দ্র । যদিও প্রতিবেশীদের অভিযোগ পেয়ে পুলিশের কাছে জানানোর পরেও সেখান থেকে কোনরকম ব্যবস্থা নেয়া হয়নি । বর্তমানে অভিযোগ কেন্দ্র এলাকায় থাকে না ।
সুজাতার দাদাও এমনটাই বলেছেন যে যাদের কোনো মানসিক সমস্যা নেই । ইন্দোর পরিবারের সদস্যদের এ ব্যাপারে যোগাযোগ করলে তারা কোনো উত্তর দিতে পারেন না পুলিশের সেই এলাকায় থেকে বাড়িতে তালা ঝুলিয়ে চলে যান তারা।