Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

৫৩ বছর আগে হারিয়েছিল মহিলার আংটি! এত বছর পর কিভাবে খুজেঁ পেলেন শুনলে অবাক হবেন

জীবনে চলতে গিয়ে অনেক কিছুই হারিয়ে ফেলে মানুষ । তার মধ্যে অনেক কিছুই ফেরত পায় না । আবার অনেক সময় কিছু জিনিস ফেরত পাওয়া যায় সময়ের সাথে। কথায় আছে সমুদ্র নাকি সবকিছুই ফিরিয়ে দেয় কখনোই কিছু নেয় না। সব কিছুই ফিরিয়ে দেয় । শুধুই সমুদ্রের জল নয় হৃদয়ের জলও ফিরিয়ে দেয়। এই মহিলা ফিরে পেয়েছেন। তিনি তার সাধের আংটি বছর 53 পর ফিরে পেয়েছেন ।

প্রায় ৫০ বছর পার করে গেছে জীবনের । ঘর বাসস্থান সবই পাল্টেছে তার । মহিলা স্কুল জীবনের হারিয়ে যাওয়া আংটির কথা ভুলে গেছিলেন। তবে যে এভাবে সেই আংটি ফিরে পাবেন তা বুঝতে পারেননি তিনি। তবে একদিন এমন টাই হলো। ক্যালিফোর্নিয়ার বাসিন্দা ফলি আলবামা তার ছোটবেলার স্কুল থেকে ফোন পেলেন এবং তারা জানান বছর ৫৩ আগে হারিয়ে যাওয়া আংটি তিনি খুঁজে পেয়েছে ।

তার আংটি ক্যালিফোর্নিয়ার একটি হ্রদে সাঁতার কাটার সময় হারিয়ে যায়। তখন তিনি হাই স্কুলে পড়তেন এবং সেই আংটি হারিয়ে যাওয়ার রিপোর্ট ইস্কুলে জমা দিয়েছিলেন তিনি । ১৯৬৯ সালের ঘটনা এটি । সে সময় আংটি হারিয়ে যাওয়ার কারণে প্রচন্ড কান্নাকাটি করেছিলেন মনে কষ্ট পেয়েছিলেন প্রচুর সময় পার হয়েছিল অনেক দিন তাই ভুলেও গিয়েছিলেন তিনি।
রিপোর্ট স্কুল পাস করে কলেজে পা দিয়েছিলেন তারপর বিয়ে হয় এবং বাসস্থান ও পাল্টে যায় । এখন তিনি ক্যালিফর্নিয়া উত্তরের স্বামী-সন্তান নিয়ে সুখের সংসার করছেন। হাই স্কুল থেকে ফোন এসেছিল তার কাছে আর তা জানতে পেরেই ফলির ছেলে ছুটে যান তাঁর স্কুলে । তারাই খুঁজে পেয়েছিলেন আংটিটি। মাছ ধরার সময় নাকি সেই হ্রদে বর্শি যায় এবং সেই বর্শি খুঁজতে গিয়ে আংটিটি খুঁজে পান তারা।

৫৩ বছর আগে হারিয়ে যাওয়া সেই আংটি খুঁজে পেয়ে বেজায় খুশি ফলি। সব থেকে বেশি অবাক তিনি। স্থানীয় টিভি চ্যানেলে জানিয়েছেন, সেই আংটিটির সঙ্গে তাঁর সম্পর্কে আসল অবিচ্ছেদ্য। আংটিটি যেন তাঁর জন্য তৈরিই হয়েছে। তাই তাঁর কাছেই ফের ফিরে এসেছে ওই আংটি।

Related posts

অপরিচিত লোকের সঙ্গে ডেটে গিয়ে, নিজেকে ফেমাস প্রমাণ করতে যা করেন এই মহিলা! শুনলে অবাক হবেন

News Desk

এক তরুণীকে ভর্তি হতে হলো আইসিইউ তে , কারন সে চাপা জিন্স পরে ডেট করতে গেছিল

News Desk

মাত্র ৯ টাকাতেই করতে পারবেন বিদেশ ভ্রমণ! দুর্দান্ত সুযোগ দিচ্ছে এই সংস্থা

News Desk