Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

২৫ বছরের মেয়ের ৭০ বছরের বর! সকলের সামনেই এমন কাণ্ড করলেন কনে হতবাক নেটিজেনরা

এক যুবতীর ভিডিও ভাইরাল হল। আবারও এটাই প্রমান হল যে ভালোবাসা সব কিছুকে ছাপিয়ে যেতে পারে। বেশ কয়েকদিনের মধ্যেই একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে । 25 বছরের যুবতী বিয়ে করেছেন 170 বছরের বৃদ্ধকে আর সেই ভিডিও দেখেই সোশ্যাল মিডিয়া উত্তাল। কারণ তিনি বিয়ে শেষ হওয়ার পর মুহূর্তেই যা করেছেন তা দেখে সোশ্যাল মিডিয়া উত্তাল হওয়াই স্বাভাবিক। বিয়ের পর যেন সমস্ত রকম সীমা অতিক্রম করে ফেলেছেন ওই কনে। আর সেই কারণে সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল হয়ে যায়। ওই যুবতীর কর্মকান্ড দেখে রীতিমতো মাথায় হাত দিয়েছে নেটিজেনরা।

সমাজ মাধ্যম ইনস্টাগ্রামে সেই ভাইরাল ভিডিও শেয়ার হয়েছে । ইন্সটাগ্রামে শেয়ার করা হয়েছে সেই ভিডিয়ো bhutni_ke_memes নামের একটি প্রোফাইল থেকে। নিজেদের প্রেমের কথা সমাজ মাধ্যমের ওই ভাইরাল হওয়া ভিডিও তুলে ধরেছেন ওই যুবতী । তার কথায় যে বৃদ্ধকে তিনি বিয়ে করেছেন তিনি প্রায়ই তাদের গ্রামে আসতেন । সেখানে সমাজসেবামূলক কাজ করতেন ওই বৃদ্ধ । শুধুমাত্র তার সাহায্যের কারণেই গ্রামের অনেক মেয়ের জীবন বদলে গেছে । তাছাড়া ওই বৃদ্ধ মানুষটি প্রত্যেকের খুব উপকার করতেন, যখনই কেউ কোন সাহায্য চাইতে তার কাছে যেত তিনি তার যথাসাধ্য চেষ্টা করতেন । আর এই কারনেই তিনি ওই বৃদ্ধ কে আরো ভালোবেসে ফেলেন। তারপর তিনি যখন ওই যুবতীকে প্রথমবার প্রেমের কথা বলেন তিনি রাজি হয়ে যান । দিনের পর দিন দুজনের মেলামেশা বাড়তে বাড়তে ঘনিষ্ঠতায় পরিণত হয় । তারপর তারা বিয়ে করবেন বলে সিদ্ধান্ত নেন । কিন্তু, প্রায় কেউই তাদের সম্পর্ক মেনে নেয় না । খোলো তো তোরা বিয়ে করেন সকলের অমতেই। এরপর সেই ভিডিওতে ভাইরাল হওয়া কান্ড ওই যুবতী বিয়ের মন্ডপে করে ফেলেন ।

এই ভিডিওতে তাদের দুজনকে পাশাপাশি বসে কথা বলতে দেখা গেছে । যখন একজন ওই মুহূর্তে তাদের ছবি তুলতে যান তখন ওই যুবতী প্রচন্ড রেগে যান। এরপর নিজেদেরকে ওই যুবতী শাড়ির আঁচল দিয়ে ঢেকে নেন । সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই ভিডিওটা একবার দেখে নেওয়া যাক।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিও দেখে প্রায় সকলেই অবাক । নেটিজেনরা অনেক কমেন্ট করেছে ওই পোস্টে। যার মধ্যে অনেকে ওই যুবতী এবং তার বৃদ্ধ স্বামীকে নিয়ে অনেক খারাপ মন্তব্য করেছে।

Related posts

বিষাক্ত সাপকে চুমু খেতে যাচ্ছিল এক ব্যক্তি! তখনই যা করে বসলো বিপজ্জনক প্রাণীটি

News Desk

রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণ: বিরোধ কী নিয়ে? বিশ্ব কী তৃতীয় বিশ্বযুদ্ধের দোরগোড়ায়?

News Desk

বুকে সাঁটানো রয়েছে স্ত্রীর দুই প্রেমিকের ফটো, যুবকের মৃত্যু ঘিরে রহস্য ঘনাচ্ছে মুর্শিদাবাদে

News Desk