Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

সাইবার হানায় ফাঁস হয়ে গিয়েছে ৪৫ লক্ষ যাত্রীর ব্যক্তিগত তথ্য! জানাল এয়ার ইন্ডিয়া

প্রায় ৪৫ লক্ষ যাত্রীর ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে গিয়েছে তাদের। শুক্রবারই এয়ার ইন্ডিয়া (Air India) এমনটাই জানাল। প্রথম বিষয়টি তিন মাস আগে তাদের নজরে এসেছে বলে বিমান সংস্থাটি জানিয়েছে। ২০১১ সালের ২৬ আগস্ট থেকে ২০২১ সালের ৩ ফেব্রুয়ারি পর্যন্ত সময়কালের মধ্যে বিভিন্ন সময়ের যাত্রীদের তথ্য ফাঁস হয়েছে বলে জানা গিয়েছে।

সাইবার হানায় ফাঁস হয়ে গিয়েছে ৪৫ লক্ষ যাত্রীর ব্যক্তিগত তথ্য! জানাল এয়ার ইন্ডিয়া

তথ্য ঠিক কী ধরনের চুরি গিয়েছে? এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ জানিয়েছে, ফাঁস হয়ে গিয়েছে যাত্রীদের জন্মতারিখ, পাসপোর্টের তথ্য, ক্রেডিট কার্ডের তথ্য-সহ নানা ব্যক্তিগত তথ্যই। এসম্পর্কে সংবাদ সংস্থা এএনআইকে জানাতে গিয়ে বিমান সংস্থার তরফে জানানো হয়েছে, সারা বিশ্বে ছড়িয়ে থাকা প্রায় ৪৫ লক্ষ যাত্রীর তথ্য ফাঁস হয়ে গিয়েছে বলে তারা জানতে পেরেছে। তবে ক্রেডিট কার্ডের ক্ষেত্রের যেহেতু তাদের কাছে সিভিভি বা সিভিসি নম্বর থাকে না তা ফাঁস হয়নি।

সেই সঙ্গে গ্রাহক তথা যাত্রীদের আশ্বস্ত করে বিমান সংস্থা জানাচ্ছে,সার্ভারের নিরাপত্তা সুরক্ষিত রয়েছে তাদের ডেটা প্রসেসর অবশ্য এই বিষয়টি সম্পর্কে নিশ্চিত করেছে । তাদের চোখে কোনও রকম অস্বাভাবিক কিছু পড়েনি।

Related posts

“স্বামী যেন ছেড়ে দেয়, ও তাহলে আমাকে বিয়ে করবে” – রিজেন্ট পার্কের হত্যাকারীর স্ত্রীর চাঞ্চল্যকর বয়ান

News Desk

সব থেকে বড় শহরের নাম থেকে চাঁদের সব চেয়ে কাছের জায়গা , রইলো অদ্ভুত কিছু স্থানের হদিশ

News Desk

শীঘ্রই জন্ম নিতে চলেছে ‘সন্তান’, বেবি বাম্পের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করলেন মার্কিন গায়ক! হতবাক সকলে

News Desk