Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

মন্দিরে মাইক ধরার সঙ্গে সঙ্গেই লুটিয়ে পড়লো পুরোহিত! সকলের সামনেই ঘটে গেল ভয়ঙ্কর ঘটনা

মৃত্যু যে কখন কার জন্য কিভাবে অপেক্ষা করে সেটা বোধহয় পৃথিবীতে কারোর জন্যই বোঝা সম্ভব নয়। মন্দিরের পুরোহিত তিনি। পুজো অর্চনা নিয়েই কাজ। রোজকার মতো মন্দিরে গিয়ে মন্ত্র উচ্চারণের জন্য মাইক ধরেছিলেন। এরপরই মাইক ধরার সঙ্গে সঙ্গেই লুটিয়ে পড়লো ওই পুরোহিত! সকলের সামনেই ঘটে গেল ভয়ঙ্কর ঘটনা। যা নিয়ে অবাক পুলিশ ও।

বিহারের সীতামারহিতে সন্দেহজনক অবস্থায় মৃত্যু হল এক বৃদ্ধ পুরোহিতের। স্থানীয় লোকজন বলছেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই বৃদ্ধের মৃত্যু হয়েছে। মৃত পুরোহিতের নাম কৃষ্ণ মোহন ঝা, তিনি সুপ্পি থানা এলাকার কোঠিয়া রায় গ্রামের বাসিন্দা। সপরিবারে রাজপোতীতে ভাড়া বাসায় থেকে পূজার কাজ করতেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় এবং মামলার তদন্ত শুরু করে।

তথ্যমতে, বুধবার সকাল ৮টার দিকে তিনি পুজোর সূচি সম্পর্কিত ঘোষণা দিতে মাইক হাতে ধরলে কারেন্টের ধাক্কা লেগে তিনি নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার সময় তিনি একাই ছিলেন বলে জানা গেছে। কিন্তু এই মৃত্যুর জেরে চরম চাঞ্চল্য ছড়ায়। এসডিও সদর ঘটনাস্থলে পৌঁছে নিহতের স্বজনদের আশ্বস্ত করেন। একই সঙ্গে মৃত্যুর পেছনে ষড়যন্ত্রের কথা বলছেন নিহতের স্বজনরা।

প্রকৃতপক্ষে, মন্দিরটি দীর্ঘদিন ধরে বিতর্কের মধ্যে রয়েছে, স্থানীয় দোকানদাররা সর্বদা মন্দিরের জমি দখলের চেষ্টা করে আসছে বলে অভিযোগ রয়েছে। যা নিয়ে বহুবার সংঘর্ষ হয়েছে। এখন এ নিয়ে নাকি এখন রাজনীতি শুরু হয়েছে বলে অভিযোগ। এমন পরিস্থিতিতে সন্দেহজনক অবস্থায় সীতামাড়িতে পুরোহিতের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও বলা হচ্ছে, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পুরোহিতের মৃত্যু হয়েছে। অবশ্য তাও পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।

Related posts

দোষ কাটাতে বধূকে ১০৮ দিনে করতে হবে ২১ বার যৌনতা! অন্ধবিশ্বাসের সুযোগে যা করলেন ভন্ড বাবা

News Desk

“মা-বাবা তোমরা চেয়েছিলে মরে যাই, তাই..” ভিডিও বার্তা পাঠিয়ে যা করলো নববিবাহিতা তরুণী

News Desk

এশিয়াতে কোভিড হটস্পট হিসাবে সরলো ভারতের নাম , দৈনিক সংক্রমণে শীর্ষে এখন এই দেশ

News Desk