নারদাকাণ্ডে তোলপাড় হয়ে রয়েছে রাজ্যে। তৃণমূলের ৩ জন নেতা ও এক প্রাক্তন নেতা এখন সিবিআই এর বিচারাধীন। এবারে এই রকম আরও এক পরিস্থিতিতে এক আর্থিক তছরুপের মামলায় ভারতীয় জনতা পার্টির সাংসদ অর্জুন সিংকে তলব করে ভবানীভবনে ডেকে পাঠালো সিআইডি।
বৃহস্পতিবার সিআইডির (CID) একটি দল বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের জগদ্দলের বসত বাড়িতে যায়। সেখানে অর্জুন সিং উপস্থিত ছিলেন না। তাকে না পেয়ে সিআইডির একটি নোটিস দিয়ে ফিরে আসে। ওই নোটিস অনুসারে অর্জুন সিংকে আগামী ২৫ মে সিআইডির দফতর ভবানীভবনে জিজ্ঞাসাবাদের জন্য হাজিরা দিতে বলা হয়েছে।
করোনা আবহে হটাৎ কেন ওই নোটিস দেওয়া হল অর্জুন কে? জানা যাচ্ছে গত বছর ভাটপাড়ায় একটি নিকাশি নালা সংস্কার ঘিরে অভিযোগ উঠেছিল অর্জুন সিংয়ের(Arjun Singh) বিরুদ্ধে। এই নালা সংস্কার নিয়ে একটি মামলাও রুজু হয় বিজেপি সাংসদের বিরুদ্ধে। অর্জুন এর বিরুদ্ধে অভিযোগ ছিল, ওই নিকাশি নালা সংস্কারের জন্য টেন্ডার ডাকা হয়েছিল, কিন্তু টেন্ডার ডাকার ভিত্তিতে কাজ না দিয়ে সেই নিকাশির কাজ দিয়ে দেওয়া হয় অর্জুন সিংয়ের ঘনিষ্ঠ এক ব্যক্তিকে। নালা সংস্কারের নামে ৪.৫ কোটি টাকা খরচ হয়েছে এমন হিসাব দেখানো হলেও আদৌ কোনও কাজই করা হয়নি সেই নালা সংস্কারের জন্যে। এই অভিযোগের ভিত্তিতেই অর্জুন সিংকে ডেকে জিজ্ঞাসাবাদ করতে চায় সিআইডি।
সিআইডির থেকে দিয়ে যাওয়া ওই নোটিসে বলা হয়েছে, ওই নালা সংস্কার ঘিরে যা দুর্নীতি হয়েছে সেই সংক্রান্ত অনেক অজানা তথ্য রয়েছে অর্জুন সিংয়ের কাছে। তাই তদন্ত এগোনোর স্বার্থেই অর্জুন সিংয়ের এই বিষয়ে কি ভূমিকা রয়েছে তা খতিয়ে দেখা প্রয়োজন।
এই প্রসঙ্গে অর্জুন সিং কে জিজ্ঞাসা করা হলে তিনি তদন্তে সহযোগিতার আশ্বাস দিলেও সশরীরের সিআইডি-র কাছে যেতে নারাজ অর্জুন। তিনি জানিয়েছেন করোনা পরিস্থিতির কারণে তিনি ভার্চুয়ালি তদন্তে সহযোগিতা করতে চান।