Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

আবারও ভেঙে পড়ল বায়ুসেনার মিগ-২১ যুদ্ধবিমান, পাইলটের মৃত্যু

আবারও বিপর্যয়ের মুখে পড়ল ভারতীয় বায়ুসেনার মিগ-২১ যুদ্ধবিমান। শুক্রবার সকাল বেলা পঞ্জাবের মোগার কাছে ভেঙে পড়েছে মিগ-২১ বিমানটি (MiG-21)। এই দুর্ঘটনায় মারা গিয়েছেন মিগ-২১ যুদ্ধ বিমানটির পাইলট স্কোয়াড্রন লিডার অভিনব চৌধুরী (Abhinav Chowdhury)। বায়ুসেনা সূত্রে খবর, এই মিগ-২১ যুদ্ধবিমানটি নিয়মমাফিক প্রশিক্ষণ চলাকালীনই ভেঙে পড়েছে। 

আবারও ভেঙে পড়ল বায়ুসেনার মিগ-২১ যুদ্ধবিমান, পাইলটের মৃত্যু

বায়ুসেনার আধিকারিকেরা জানিয়েছেন, শুক্রবার সকাল ৫ টা নাগাদ পঞ্জাবের মোগের বাঘাপুরানার এলাকার লাঙ্গিয়ানা খুর্দ গ্রামে নিয়মমাফিক প্রশিক্ষণ চলাকালীন কিছুক্ষণ উড়ান নেওয়ার পরেই হঠাৎই ভেঙে পড়ে মিগ-২১ যুদ্ধবিমানটি (MiG-21 Crash)। প্রাণ হারিয়েছেন চালক। এই মর্মান্তিক দুর্ঘটনায় বায়ুসেনার তরফে শোকপ্রকাশ করে নিহত পাইলট স্কোয়াড্রন লিডার অভিনব চৌধুরীর পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছে বায়ুসেনা। পাশাপাশি, মিগ-২১ যুদ্ধজাহাজের এই ভাবে ভেঙে পড়া নিয়ে তদন্তে নেমেছে ভারতীয় বায়ুসেনা।

উল্লেখ্য, মিগ-২১ যুদ্ধবিমানের এই রকম ভাবে ভেঙে পড়া কোনো নতুন কিছু নয়। এই বছরেই আজ কের ঘটনা নিয়ে মোট তিনবার দুর্ঘটনার কবলে পড়েছে এই মিগ-২১ যুদ্ধবিমান। গত মার্চ মাসে বিমান দুর্ঘটনায় প্রাণ হারান বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন এ গুপ্তার। এই বিমান চালাতে গিয়ে মৃত্যু হয়েছে বহু ভারতীয় পাইলটের। এই বিমান কে তাই ফ্লায়িং কফিন ও বলা হয়ে থাকে
তবে মিগ-২১ যুদ্ধবিমান ভারতীয় বায়ুসেনার বহু সাফল্যের সঙ্গীও। কার্গিল যুদ্ধ ভারতীয় বায়ু সেনার সাফল্যে বিশেষ ভূমিকা রেখেছিল। এমনকি সম্প্রতি ভারতের থেকে সার্জিকাল স্ট্রাইকে (Surgical Strike) অভিনন্দন বর্তমান এই মিগ-২১ বিমানে চড়েই পাকিস্তানে ঢুকে হামলা চালিয়েছিলেন।

Related posts

করোনা আবহে পুজোর ভীড় বা ট্রেনের বিশেষ আনাগোনা নেই, তবু আলোয় সেজে উঠেছে হাওড়া–শিয়ালদহ

News Desk

যমজ সন্তান এমনও হয়! দুই ভাই বোন কে দেখে জানতে চায় একই মায়ের সন্তান কিনা? কেন?

News Desk

চীনে ভূমিকম্পের পরে পাহাড়ে আটকা পড়ে একজন ব্যক্তি, ১৭ দিন পরে যেভাবে উদ্ধার…

News Desk