Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

মাঝরাতে ঘর থেকে উধাও হয়ে যাচ্ছে পুরুষদের অন্তর্বাস, নেপথ্যে কি কারণ?

আপনি অনেক আজব চোর নিশ্চয়ই দেখেছেন, কিন্তু কখনো অন্তর্বাস চুরি করে নিয়ে যায় এমন চোরের কথা শুনেছেন কি? আজ আমরা এই প্রতিবেদনে আপনাদের এমনই একটি এলাকার কথা বলতে যাচ্ছি, যেখানে মধ্যরাতের পর থেকে মানুষের বাড়ি থেকে পুরুষদের অন্তর্বাস চুরির একের পর এক ঘটনা সামনে আসতে শুরু করে। এই ঘটনা শুনে কারো পক্ষেই বিশ্বাস করা শক্ত। মানুষ কেন ঘরে ঢুকে শুধু পুরুষদের অন্তর্বাস চুরি করবে কেউ বুঝতে পারত না। বিষয়টা কি? পড়ুন বিস্তারিত..

গত কয়েকদিন ধরে মালাশিয়ার পারাকের ক্যাম্পার হাউজিং কলোনীর লোকজন ভীষণ বিরক্ত। এখানে মধ্যরাতের পর মানুষের বাড়ি থেকে মূল্যবান জিনিসপত্রের বদলে চুরি হচ্ছে শুধু পুরুষদের অন্তর্বাস। বিষয়টি সবাইকে ভাবতে বাধ্য করছিল। কেউ বুঝতে পারল না এটা কেমন ধরনের চোর, যে দামি জিনিসের বদলে শুধু আঁটসাঁট অন্তর্বাস চুরি করছে। এরপর চোর ধরার জন্য বসানো হয় সিসিটিভি ক্যামেরা।

সিসিটিভি ক্যামেরা লাগানো মাত্রই খোলসা হলো ঘটনার। সামনে এল চোর। সিসিটিভিতে দেখা গেছে, এক ব্যক্তি মধ্যরাতে মানুষের বাড়িতে ঢুকে পুরুষদের অন্তর্বাস চুরি করছে। তবে সিসিটিভি ক্যামেরা বসানোর পরও ওই ব্যক্তিকে শনাক্ত করা যায়নি, কারণ সে মুখে মাস্ক পরে অন্তর্বাস চুরি করতে আসতো। সিসিটিভি ফুটেজে দেখা যায়, লোকটি একটি বাড়ির সীমানা পেরিয়ে ভিতরে যায়। এর পর সে টাঙানো জামাকাপড়ের দিকে তাকায়। এর পরে, লোকটি সেখান থেকে পুরুষদের অন্তর্বাস চুরি করে এবং সেখান থেকে পালিয়ে যায়। ঘটনা প্রকাশ্যে আসার পর ওই ব্যক্তিকে শনাক্ত করা না গেলেও ফেসবুকে তার কর্মকাণ্ড শেয়ার করা হয়। এত ঝুঁকি নিয়ে মানুষের বাড়িতে ঢুকে শুধু পুরুষদের অন্তর্বাস চুরি করে এমন চোরের কথা জেনে মানুষ অবাক। আপনার কি মনে হয়? এমন চুরির পেছনে কি উদ্দেশ্য থাকতে পারে?

তথ্যসূত্র: জী নিউজ ইন্ডিয়া

Related posts

শপিংমলে সকলের সামনেই সেক্সে মাতলেন যুবক যুবতী! ঘটনায় চক্ষু চড়কগাছ সকলের

News Desk

LIC-র এই প্রিমিয়াম স্কীমে আজই বিনিয়োগ করুক! এক প্রিমিয়ামেই মাসে মিলবে ১২ হাজার টাকা

News Desk

এসে গেল গণেশ চতুর্থী, জানুন পুজোর শুভক্ষণ, তিথি-নক্ষত্র। কিভাবে মনোবাসনা পূর্ণ হবে

News Desk