Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

মাধ্যমিকের উত্তরপত্র ভর্তি গালিগালাজ, অশ্লীল কথায়! অভিযুক্ত পরীক্ষার্থীদের কঠিন শাস্তি দেবে পর্ষদ?

একেবারে অশ্লীল কথাবার্তায় ভর্তি মাধ্যমিকের উত্তরপত্র। আর এই অপকর্মের কারণে ওই পরীক্ষার্থীর বিরুদ্ধে কঠোরতম শাস্তি নিল রাজ্য। মাধ্যমিক পরীক্ষার উত্তরপত্রে অস্বাব্য ভাষায় গালিগালাজ লিখে রেখেছিলো ওই ছাত্ররা। উত্তরপত্রে এই অকথ্য ভাষার প্রয়োগের কারণে মধ্যশিক্ষাপর্ষদ থেকে ওই তিনজন পরীক্ষার্থীর স্কুল কর্তৃপক্ষকে ডেকে পাঠানো হয়েছে। পাশাপাশি স্কুল গুলিকে সতর্কও করা হয়েছে।

পর্ষদ থেকে পাওয়া খবর অনুযায়ী, এই অপরাধে অভিযুক্ত ওই পরীক্ষার্থীতের অভিভাবকদের ডেকে পাঠিয়েছিল পর্ষদ, তারপর ওই ছাত্ররা উত্তরপত্রে কি লিখেছে তাও তাদের দেখানো হয়। মধ্যশিক্ষাপর্ষদ নিজেরাও হতবাক। সরাসরি বাতিল করা হয়েছে ওই তিনজন পরীক্ষার্থীর পরীক্ষা তার পাশাপাশি বেশ কিছু সংখ্যক ছাত্রদেরও উত্তরপত্রে অশ্লীল শব্দ লেখা নিয়ে সতর্ক করা হয়েছে।

আসলে কিছু ছাত্রের উত্তরপত্র দেখে চিন্তায় পড়ে গিয়েছে পর্ষদ। অকথ্য ভাষায় অশ্লীল কথাবার্তা লেখা সেই উত্তরপত্রে, ওই ছাত্রদের মধ্যে কেউ কেউ আবার উত্তর লেখার পর বাকি পৃষ্ঠায় গালিগালাজ লিখে রেখেছে। অনেকে আবার উত্তর লিখতেও পারেনি। আর সে কারণেই সম্ভবত সমস্ত রাগ গিয়ে পড়েছে পরীক্ষার খাতায়। যারা পরীক্ষক তাদের মতে এটা কাউকে উদ্দেশ্য করে লেখা কিন্তু নয়, ইচ্ছা করেই উদ্দেশ্যহীন ভাবে যা মনে এসেছে লিখে গিয়েছে। এরমধ্যে এমন কিছু লেখাও আছে যে শব্দের কোনও অর্থ হয়না ।

উত্তর না লিখে শুধুমাত্র পাস করানোর অনুরোধ করে ২০টাকার নোট জুড়ে দেওয়ার মতো ঘটনাও আগে ঘটেছে। কিন্তু উত্তরপত্রে এমন অশ্রাব্য ভাষায় গালাগালি আগে হয়নি ! অনেকের মতে গত বছর দুই লকডাউনের ছাত্রদের মানসিক সমস্যা বেড়েছে আর সেই মানসিক বিকৃত চিন্তাভাবনা থেকেই এমন কাজ হয়েছে। ধৈর্যহীন হয়েছে পড়ছে তারা, সেই কারণেই পরীক্ষার খাতাতেও এমনটাই ঘটছে বলে শিক্ষকদের একাংশ মনে করছেন।

Related posts

যৌন জীবন হোক মধুময়! রইলো স্বামী স্ত্রীর মধ্যে সেক্স উপভোগ করার দুর্দান্ত ৫টি টিপস

News Desk

দেড় মাসের দাম্পত্যে নাকি স্ত্রী চার মাসের অন্তঃসত্ত্বা, প্রতারণার অভিযোগ স্বামীর! তারপর..

News Desk

আজ কৌশিকী অমাবস্যা! অশুভ শক্তির হাত থেকে বাঁচতে এইদিন ভুলেও এই কাজগুলি করবেন না

News Desk