Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

মাথায়, মুখে আঘাতের চিহ্ন এলো কোত্থেকে? কেকের মৃত্যুতে অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের?

ভারতীয় সঙ্গীতের এক উজ্জ্বল নক্ষত্র চিরতরে নিভে গেল। বলিউডের বিখ্যাত গায়ক কৃষ্ণ কুমার কুন্নাথ, যিনি কে কে নামেই পরিচিত তিনি আর আমাদের মাঝে নেই। মঙ্গলবার, ৫৩ বছর বয়সে, কে কে চিরতরে এই পৃথিবীকে বিদায় জানান। কে-কে-র মৃত্যুতে বলিউডসহ গায়কের সমস্ত ভক্তরা গভীরভাবে শোকাহত।

কনসার্ট চলাকালীন কেকে-র স্বাস্থ্যের অবনতি হয়:

কখন যে মানুষের শ্বাস বন্ধ হতে চলেছে সেটা কেউ জানে না। কেকেও কি জানতো যে এত বড় কনসার্ট যেখানে মাত্র কয়েক মুহুর্ত আগেই দর্শকদের মাতাচ্ছিলেন তিনি, সেখানে কিছুক্ষণের মধ্যে এমনটা হতে চলেছে। মৃত্যুর আগে কলকাতার নজরুল মঞ্চে একটি কনসার্টে গান গাইছিলেন কে.কে. কিন্তু কনসার্টের পর হঠাৎ করেই তার স্বাস্থ্যের অবনতি হয় এবং তিনি অসুস্থ হয়ে পড়েন। কেকে-র স্বাস্থ্যের অবনতি দেখে নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

কেকে-এর মৃত্যু সম্পর্কে যা জানা গেছে যে তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। একটি কলেজের অনুষ্ঠানে পারফর্ম শেষে হোটেলে ফিরেই অসুস্থ হয়ে পড়েন তিনি। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা জানান, হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে তার। প্রাথমিক ধারণা হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বলে মনে হল সব দিক খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে কলকাতার পুলিশ। তাই রুজু করা হয়েছে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা। তার পরিবারের সম্মতি ক্রমে এই পদক্ষেপ। বুধবার কলকাতায় এসেছে কেকে’র পরিবার।

পুলিশ সূত্রে খবর, কেকের মাথায় এবং মুখে আঘাতের চিহ্ন দেখা গেছে। মৃত্যুর আসল কারণ কি সেটা তদন্ত করে দেখার জন্য আজ, বুধবার এসএসকেএম হাসপাতালে হবে কেকের পোস্টমর্টেম। ধর্মতলা অঞ্চলের পাঁচতারা যে হোটেলে কেকে উঠেছিলেন সেখানকার স্টাফদের ও জিজ্ঞাসাবাদ করা হবে। পাশাপাশি পুলিশ জিজ্ঞাসাবাদ করবে ওই অনুষ্ঠানের আয়োজকদেরও। খতিয়ে দেখা হচ্ছে সমস্ত সিসিটিভি ফুটেজ। নিউমার্কেট পুলিশ স্টেশনে এই সম্পর্কিত কেস রেজিস্টার্ড হয়েছে।

https://twitter.com/ani_digital/status/1531845912594890752?t=-8HIeNUapHB38G6P5gqQ9A&s=19

এক পুলিশ আধিকারিক জানান “আমরা গায়ক কেকে-র মৃত্যুর তদন্ত শুরু করেছি এবং নিউমার্কেট থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছি। আমরা হোটেল কর্তৃপক্ষের সাথে কথা বলছি এবং হাসপাতালে নিয়ে যাওয়ার আগে কী হয়েছিল তা জানতে সিসিটিভি ফুটেজ পরীক্ষা করছি।”

Related posts

আধার কার্ডে এ কী লেখা !! মায়ের নামের জায়গায় অশ্লীল শব্দ! নাজেহাল বৃদ্ধ

News Desk

তাহলে কি করোনা মুক্তির পথে ভারত! সংক্রমণ কমলেও আশঙ্কা থেকেই যাচ্ছে! কেন?

News Desk

৭ বছরের বাচ্চা মেয়ের কান চিবিয়ে খেল কুকুর! কুকুরের মালিকের বিরুদ্ধে থানায় পরিবার

News Desk