Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

আকর্ষণীয় হতে গিয়ে বিপদে পর্নতারকা! আচমকাই ফেটে গেল কৃত্রিম স্তন, তারপর…

নিজেকে ভালো দেখতে চাইতে কে না চায়! আবার নিজের চেহারা ঠিক কেমন হবে এই নিয়েও অনেক রকম চিন্তা ভাবনা আছে মানুষের। নিজের চেহারা ঠিক করার চাহিদাও রয়েছে অনেকের মধ্যে। আবার তারমধ্যে অনেকেই অস্ত্রপ্রচারের সাহায্যও নেন নিজের চেহারা সুদর্শন করতে। একেবারে সেভাবেই কৃত্রিম স্তন লাগানোর সিদ্ধান্ত নিয়েছেন পর্ন তারকা সোফি অ্যান্ডারসন। আর এই কাজ করতেই অঘটন টা ঘটলো। হঠাৎ করেই সেই স্তন গেলো ফেটে আর আহত হলেন তিনি!

বছর ৩৩ এর সোফি প্রাপ্ত বয়স্ক ছবিতে অভিনয় করছেন প্রায় দশ বছর। প্রাপ্তবয়স্কদের জন্য নির্মিত ছবিতে নিজের স্বামী ডামিয়ানের সঙ্গে তিনি অভিনয় করেন। সোফির চারজন সন্তানও রয়েছে। আর এই চার সন্তানের মা মডেলিং ও করেন। তাই বেশিরভাগ সময় একটু বিশেষ রকমের  শারীরিক গঠন প্রয়োজন তাঁর পেশার জন্য। আর এই কারণে তাঁর পেশার জায়গা নিয়েই অনিশ্চয়তা থেকে গেলো। তিনি এই কৃত্রিম স্তন ফেটে হয়তো বেঁচে যাবেন কিন্তু পেশা যথেষ্ট প্রশ্নের মুখে।

স্থানীয় সংবাদমাধ্যমকে দেওয়া নিজের সাক্ষাৎকারে সোফি জানিয়েছেন, যে তিনি তাঁর স্তনের আকার পরিবর্তন করার জন্য প্রয়োজনীয় যে অস্ত্রোপচারের প্রয়োজন তাঁর খরচা প্রায় ৪০ লক্ষ টাকা । এখন তাঁর কাছে এই টাকা নেই, যদিও সবমিলিয়ে হিসেব করে দেখলেও এই মুহূর্তে অর্ধেক টাকা রয়েছে তাঁর কাছে। এবার এই অস্ত্রপ্রচারের জন্য প্রয়োজনীয় বাকি অর্ধেক টাকা তিনি কী ভাবে জোগাড় করবেন , বা আদৌ সেই টাকা তিনি জোগাড় করতে পারবেন কি না তা নিয়ে এখনও চিন্তায় আছেন তিনি। এছাড়া ওই কৃত্রিন স্তন ফেটে যাওয়ার কারণে তৈরী হওয়া ক্ষত স্থানে সংক্রমনও বাড়ছে দিনের পর দিন। এখন তিনি সব দিক অর্থাৎ মানসিক ও শারীরিক, ভেঙে পড়েছেন তিনি দু’দিক থেকেই থেকেই। অনেকেই তাঁকে পেশা বদলের পরামর্শ দিয়েছে কিন্তু এই পেশাতেই তিনি থাকতে চান বলে জানিয়েছেন সোফি।

Related posts

স্নানঘরে বসে স্কুলছাত্রীকে হোমওয়ার্ক করে ছবি পাঠাতে বললেন শিক্ষক! না বলায় টিসি

News Desk

আগেই তো পাঁচটা মেয়ে, একে মানুষ করবি কি করে! দরিদ্র দম্পতির ষষ্ঠ কন্যাকে বিক্রি করল ডাক্তার

News Desk

সকালে ১ কোটি, বিকেলে লাখ, শ্বশুরবাড়িতে এসে কপাল খুলে গেল সিকিউরিটি গার্ডের

News Desk