Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

ফেসবুকে আলাপ, বিয়ের কথা! যুবকের কথায় হোটেলে দেখা করতে গিয়ে ভয়াবহ বিপদে তরুণী

ফেসবুকে পরিচয়ের পর বন্ধুত্ব। এরপরে রাজস্থানের যোধপুরের একটি পাঁচতারা হোটেলে বিয়ের কথা বলে এক তরুণীর সঙ্গে গণধর্ষণের মতো ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। ওই তরুণীর অভিযোগের ভিত্তিতে তার বন্ধুর বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।

ঘটনাটা কি? রাজস্থানের যোধপুর নিবাসী এক কিশোরীকে বিয়ের অজুহাতে তার এক বন্ধু ও আরেকজন বলে গণধর্ষণ করেছে। বিষয়টি মেয়েটি তার পরিবারকে জানায়। এরপর ঘটনাটি পুলিশকে জানানো হয়। অভিযুক্তদের বিরুদ্ধে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।

এডিসিপি নিশান্ত ভরদ্বাজ জানিয়েছেন যে উদয়মন্দির থানা এলাকার ২৪ বছর বয়সী এক তরুণীর সঙ্গে ফেসবুকের মাধ্যমে ২০২১ সালের ২৫ শে নভেম্বর তারিখে জয়পুরের রবীন্দ্র সিংয়ের সাথে বন্ধুত্ব হয়। এর পর দুজনের মধ্যে ঘনিষ্ঠতা বাড়তে থাকে। রবীন্দ্র সিং মেয়েটিকে বলেছিলেন যে তিনি শীঘ্রই তাকে বিয়ে করবেন। গত বছরেই রবীন্দ্র সিং মেয়েটিকে রাই কা বাগ এলাকার একটি হোটেলে নিয়ে যান, যেখানে তিনি তাকে ধর্ষণ করেন। এরপর মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। এর পর রবীন্দ্র সিংও তাকে গর্ভপাত করান।

গত ২২শে মে রবীন্দ্র সিং যোধপুরে পৌঁছে মেয়েটিকে একটি হোটেলে ডেকে পাঠান। সেখানে রবীন্দ্রের এক বন্ধুও ছিল। মেয়েটি পৌঁছলে রবীন্দ্র ও তার বন্ধু মেয়েটিকে গণধর্ষণ করে এবং মারধরও করে বলে অভিযোগ। মেয়েটি বিষয়টি পরিবারকে জানায়। এরপর অভিযুক্তদের বিরুদ্ধে থানায় মামলা হয়। পুলিশ মেয়েটির ডাক্তারি পরীক্ষা করিয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে পুলিশ।

যোধপুর পুলিশ কমিশনারেটের এডিসিপি নিশান্ত ভরদ্বাজ বিষয়টি তদন্ত করছেন। তিনি বলেন, নির্যাতিতা তার বয়ান দিয়েছেন। ফেসবুকের মাধ্যমে ওই যুবকের সঙ্গে তার বন্ধুত্ব হয়। বন্ধুত্বের পর সেই ছেলে যোধপুরে চলে আসে। বিয়ের অজুহাতে ভ্যান রাই কা বাগ হোটেলে নির্যাতিতাকে ধর্ষণ করেন। শুধু তাই নয় এরপর রেডিসন হোটেলেও বিয়ের অজুহাতে তাকে গণধর্ষণ করা হয়। নির্যাতিতার ডাক্তারি পরীক্ষা করা হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

Related posts

কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য আসতে পারে সুখবর! ১৮ মাসের বকেয়া অর্থ নিয়ে বড় সিদ্ধান্তের সম্ভাবনা

News Desk

টরেড: পৃথিবীর মানচিত্রে অস্তিত্বহীন দেশ থেকে আগত এক পর্যটকের রহস্যময় কাহিনী

News Desk

অরুণাচলে নদীর জলের রং বদলে আচমকাই কালো, ভেসে উঠেছে মরা মাছ। নেপথ্যে চীনের হাত?

News Desk