Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

বহুদিন বাদে দেখা, একে অপরকে আলিঙ্গন করতে গিয়ে খাদে তলিয়ে গেল দুই যুবক

অনেকদিন পর যখন দুই বন্ধুর দেখা হয় স্বাভাবিক ভাবেই মনের উচ্ছাস বেড়ে যায়। একে অপরকে আলিঙ্গন করতে মন চায়। সেটাই স্বাভাবিক। স্থান, কাল, পাত্র কিছু মাথায় থাকে না। ঠিক এমনভাবেই পাহাড়ের ধারে দাঁড়িয়ে দেখা হয়েছিল দুই বন্ধুর। মনের আনন্দে তারা একে অপরকে এমনভাবে জড়িয়ে ধরলো যে সে পাহাড় থেকে সোজা খাদে পড়ে যায়। ঘটনাটা কিছুটা তাই মৃত্যুকে আলিঙ্গন করারই সমতুল্য। ঘটনাটি হিমাচল প্রদেশের সিমলা জেলার। এখানে দুই বন্ধু যুবক পরস্পরকে এমন উৎসাহে জড়িয়ে ধরে যে দুজনেই পাহাড় থেকে পড়ে যায়। দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে, অপরজনকে আইজিএমসি সিমলায় রেফার করা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।

তথ্য অনুযায়ী, সিমলা থেকে ১০০ কিলোমিটার দূরে চৌপালের কাছে এই ঘটনা। ওই দুই যুবকই চৌপালের ব্রিজের কাছে পাহাড় থেকে পড়ে যায়। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে এবং অন্যজন আহত হয়েছে। অত্যধিক উৎসাহে একে অপরকে জড়িয়ে ধরায় পুরো দুর্ঘটনাটি ঘটে এবং উভয় যুবক রাস্তার ধার থেকে ১৫০ মিটার নিচে পড়ে যায়। এ ঘটনায় চৌরিন্ধরের বাসিন্দা ২৭ বছর বয়সী যুবক নিহত ও জালাউনার ২৮ বছর বয়সী এক যুবক আহত হয়েছেন।

আসলে কাছাকাছি একটা মেলা বসেছিল। মেলায় যাওয়ার পথেই দুই যুবকের দেখা হয়। দুর্ঘটনার সময় আহত যুবকের মামাও সঙ্গে ছিলেন। বলা হচ্ছে, মামা তাদের সাবধান করেছিল এত লাফালাফি না করতে ধারে দাঁড়িয়ে কেননা দুর্ঘটনা ঘটার ঝুঁকি আছে। কিন্তু সে কথা কানে তোলেননি দুজনের কেউই। যুবকদের মাতাল হওয়ার সম্ভাবনাও রয়েছে। তবে নেশার বিষয়টি শুধুমাত্র মেডিকেল পরীক্ষার পরেই নিশ্চিত করা হবে। ডিএসপি রাজ ভার্মা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে। ওই যুবক নেশাগ্রস্ত ছিল কি না তা তদন্তের পরই জানা যাবে বলে জানান ডিএসপি।

Related posts

শুধুমাত্র একটি প্রশ্নের কারণে চাকরি পেলেন না যুবক! কী প্রশ্ন জানলে অবাক হবেন

News Desk

ঘুম দেরীতে এসে, অপশব্দের ব্যাবহারও করেন বেশি: এমন মানুষদের চরিত্র নিয়ে কি বলছে গবেষণা

News Desk

হুহু করে বাড়ছে সংক্রমণ, দেশে দৈনিক সংক্রমণ প্রায় দুই লাখ! বুস্টার ডোজ কি রুখতে পারবে তৃতীয় ঢেউ?

News Desk