Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

যৌনতার চলাকালীন দম্পতির শীৎকারে নাজেহাল! থামাতে অদ্ভুত কাজ করলেন প্রতিবেশীরা

একটি ভালোবাসা বা প্রেমের সম্পর্কে যতটা মনের টান থাকা প্রয়োজন ঠিক তেমনই শারীরিক মিলনেরও প্রয়োজন রয়েছে। গভীরভাবে শারীরিক মিলনের মুহূর্তে প্ৰিয় মানুষটিকে একটু বেশি উত্তেজিত করে তোলা স্বাভাবিক ভাবেই আরও বেশি ভালোলাগায়। আর এই শারীরিক মিলন ও তাঁর বাড়তি উত্তেজনা যখন বাইরের লোকের কান অবধি পৌছায় তবে তা অশান্তি ডেকে আনে!

যৌন মিলনের সময় সুখকর চিৎকার মিলন মুহূর্তে আনন্দের বহিঃপ্রকাশ এবং তা সাধারণ মনে হতে পারে। কিন্তু যদি আপনার প্রতিবেশী সেই শব্দে অতিষ্ট হয়ে যান? ঠিক এমনই এক ঘটনা ঘটেছে লন্ডনে, লন্ডনে বসবাসকারী এমন প্রায় ১৬৮ জন প্রতিবেশীর থেকে এরকম অভিযোগ পাওয়া গিয়েছে এখনও অবধি! তারা সকলে একই অভিযোগ এনেছেন যে , তাদের পাশেই বসবাসকারী এক দম্পতির যৌন মিলনের সময় উত্তেজনাময় কামাতুর চিৎকার তাদের জানলা দরজা পার করে কান অবধি পৌছাচ্ছে। আর এর কারণে অত্যন্ত বিরক্ত তারা, এমনকি তাদের নিজেদের যৌন জীবনেও এর কুপ্রভাব পড়ছে।

এমন অনেক মানুষ রয়েছেন যারা শারীরিক ভাবে তেমন সক্ষম নন ফলত ওই চিৎকারে তাদের হতাশা গ্রাস করছে। পাড়া প্রতিবেশীতেই থেমে নেই এই অভিযোগ, জানলা দরজা খোলা রেখে উন্মত্ত যৌনতায় মেতে ওঠা ওই দম্পতির কারণে পথ চলতি মানুষও সেখানকার বাসিন্দাদের কাছে অভিযোগ জানিয়েছেন। আর এরপর যখনই ওই দম্পতিকে এই ব্যাপারে জানানো হয় তারা তা একেবারে উড়িয়ে দিয়েছেন, মানতে চাননি। অবশেষে কোনও উপায় না পেয়ে ওই দম্পতি কে তাদের উত্তেজিত মুহূর্তের চিৎকার রেকর্ড করে শোনানো হয়েছে প্রতিবেশীদের তরফে।

তবে শেষ অবধি কি হল সেই প্রতিবেশীদের দাবী মানা হল কি না তা এখনও জানা যায়নি।

Related posts

চিরাচরিতের থেকে অনেকটাই ‘আলাদা’ এই জুটি! স্বামীর গর্ভধারণ ঘিরে উচ্ছসিত স্বামী

News Desk

বর্ষ বরণের রাতে জনৈক ব্যাক্তির অর্ডার ৮০টি কন্ডোম! কেমন পার্টি চলছে, প্রশ্ন নেটিজেনদের

News Desk

এই ৪ রাশির জাতিকা মেয়েদের রাগ অত্যন্ত বেশি হয়! জানুন কোন কোন রাশি

News Desk