Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

জনপ্রিয় যৌন কর্মীর অ্যাকাউন্ট বন্ধ করে দিল ব্যাঙ্ক! কি কারণে এমন সিদ্ধান্ত?

ব্যাংক একাউন্টে প্রতিনিয়ত লেনদেন হয়। কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ থেকে সেই ব্যাংকের অ্যাকাউন্টটি হঠাৎ করেই বন্ধ করে দেয়া হয় । অস্ট্রেলিয়ার বাসিন্দা এক যৌনকর্মী টুইটারে এই কারণে নিজের ক্ষোভ উগরে দিয়েছেন । সমন্থা এক্স নাম তার। কোন নোটিশ ছাড়াই ব্যাংক থেকে তার ব্যাংক একাউন্টে বন্ধ করে দেওয়ার অভিযোগ জানিয়েছেন তিনি ।

সমন্থা টুইটারে পোস্ট করেছেন, যে ফোন থেকে নেট ব্যাংকিং এর মাধ্যমে টাকা লেনদেনের সময় তিনি খেয়াল করে দেখেছেন যে তাঁর অ্যাকাউন্টটি বন্ধ করে দেয়া হয়েছে । প্রচন্ড রেগে গিয়েছেন তিনি এবং ক্ষোভে তার পোস্ট করা ।

টুইটারে ৬২ হাজার ৫০০ ‘ফলোয়ার্স’-এর উদ্দেশ্যে লেখেন, ‘ আমার একাউন্ট হঠাৎ করেই বন্ধ করে দেয়া হয়েছে ! ব্যাংক সংক্রান্ত কোনরকম ঝামেলায় আমি আগে কখনো পড়িনি । বেশ কিছু বছর হল এই একাউন্টটা আমি চালাচ্ছি । কিন্তু ব্যাংক থেকে আমার একাউন্ট কেন বন্ধ করা হলো তার কোন কারণ এখন অব্দি জানালে না । যখন ব্যাংকের কর্তৃপক্ষের কাছে যোগাযোগ করে জানতে চাইছি তারা বলছে মেইল পাঠানো হচ্ছে !’

সমন্থা আরও জানিয়েছেন যে তারপর তার কাছে একটি ইমেল এসেছিল । সিমিলে সামান্থার অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে শুধু এটুকুই জানানো হয়েছিল । কারণ জানতে চাইলে তারা কোনও কারণ জানানো হবে না বলে দেয় । এটা একটা ব্যবসায়িক সিদ্ধান্ত ।’ সমন্থা আরও বলেন , ‘ হাজার হাজার টাকা থাকেনা ওই ব্যাংকের একাউন্টে । রোজকার প্রয়োজনে আমি ওই অ্যাকাউন্ট ব্যবহার করতাম । তুই আমি রেগে গিয়েছি এবং অবাক হয়েছি অনেকটাই ব্যাংক থেকে কোন উত্তর আসবে না !’

Related posts

হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছেন! অবশ্যই মেনে চলুন এই কটি নিয়ম নাহলে ওষুধ কাজ করবে না

News Desk

আবারও টলিউডে বিচ্ছেদের সুর! বিয়ে ভাঙছে তথাগত দেবলিনার! নেপথ্যে কি এই নায়িকা?

News Desk

৩ মেয়ের পর ছেলে চেয়ে একত্রে জন্ম নিল ৪ সন্তান! এখন সকলের কাছে সাহায্য চাইছেন বাবা

News Desk