Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

মহিলাদের শরীরের উপরে উঠে, রাস্তার মধ্যেই হচ্ছে কোভিড টেস্ট! শিউরে উঠবেন ভিডিও দেখে

সম্প্রতি আবারও চীনের সাংহাই শহরে করোনার দাপট শুরু হয়েছে। আবারও সেখানে করোনার কারণে নতুন করে উদ্বেগের সৃষ্টি হয়েছে। সেই কারণে ওই শহরের বেশ কিছু জায়গায় পুনরায় লকডাউন ঘোষণা করা হয়েছে। চীনের অন্যান্য প্রদেশের তুলনায় সাংহাই এর অবস্থা বেশ শোচনীয়। সেখানে বেশ কয়েক দিন ধরেই অবস্থা খুব একটা ভালো যাচ্ছেনা।

এই পরিস্থিতির মধ্যে সেখানে আবার বেশ কয়েকটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যা দেখে নেটাগরিক দের হতবাক অবস্থা। সেখানে রীতিমতো জোর করেই সেখানকার স্থানীয় বসিন্দাদের করোনার পরীক্ষা করানো হচ্ছে। আর এই করোনা পরীক্ষা করতে গিয়েই যা করা হচ্ছে , তা খুবই ভয়ংকর।

বেশ কদিন ধরেই সমাজ মাধ্যমে এরকমই বেশ অনেক গুলি ভিডিও শেয়ার হচ্ছে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে যে , সেখানকার স্থানীয় মহিলাদের দেহের উপরে উঠে, রাস্তায় মাটিতে ফেলে দিয়ে জোর করে করোনা টেস্ট করানো হচ্ছে। সমাজ মাধ্যমের ওই ভিডিও দেখার পর রীতিমত হতবাক নেটিজেনরা। চীনের ব্যবসায়িক বড় শহর হল সাংহাই। প্রচুর মানুষ সেখানে বসবাস করেন। সরকারের তরফে করোনা সংক্রমণের বারবাড়ন্ত দেখে লকডাউন ঘোষণা করেছে। যার কারণে শহরের প্রায় সব মানুষ এখন গৃহবন্দী। ড্রোনের মাধ্যমে সেখানকার বাসিন্দাদের উপরে নজরদারি চালাচ্ছে সেখানকার পুলিশ। কিন্তু, সেই শহরে খাবার এবং জলের সমস্যা দেখা দিয়েছে। অনেকের কাছেই নেই প্রয়োজনীয় খাবার এবং খাবারের জল বাড়িতে বন্দি থাকলেও। সোশ্যাল মিডিয়ায় জুড়ে এমন অনেক ভিডিও ভাইরাল হয়েছে আছে যেখানে মানুষকে নিজের বাড়ির জানলা, দরজা থেকে চিৎকার করতে দেখা যাচ্ছে । করোনা পরীক্ষার এই নির্মম পদ্ধতির ভিডিও এবার দেখা গেলো।

Related posts

ম্যাট্রিমোনিয়াল সাইটে জীবনসঙ্গী খুঁজতে গিয়ে বিপদে পড়লেন মহিলা! অভিজ্ঞতা হল মর্মান্তিক

News Desk

কিছুক্ষণ ব্যাবহার করলেই গরম হয়ে যাচ্ছে স্মার্টফোন! জেনে নিন কী করবেন?

News Desk

স্বস্তি দিচ্ছে না দেশের করোনা সংক্রমণ , পরপর তিনদিন টানা সংক্রমিত ৮ হাজারের বেশি

News Desk