ধীরে ধীরে নিশ্চিন্ত হচ্ছে মানুষ, বর্তমান কোভিড গ্রাফ দেখে। আবারও দৈনিক আক্রান্ত নিম্নমুখী । পাশাপাশি কমছে অ্যাকটিভ কেসও। সম্প্রতি যেভাবে করোনা গ্রাফ উর্দ্ধমুখী হয়েছিল, তা দেখে মানুষ ভয় পেয়ে গেছিল। যদিও কোনোভাবেই কোনও গাফিলতি করতে চায়না সরকার। আর তাই বিদেশ যাত্রাগামী যাত্রীদের জন্য বুস্টার ডোজ নেওয়ার ক্ষেত্রে অনেক নিয়ম পরিবর্তন হয়েছে।
বৃহস্পতিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, দেশে করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৮২৭ জন। যা একটু কমবেশি রয়েছে গতদিনের তুলনায়। দেশে বর্তমানে ১৯ হাজার ৬৭ জন করোনার অ্যাকটিভ কেস। যা গতকালের থেকে সামান্য কম। দেশে অ্যাকটিভ কেসের হার ০.০৪ শতাংশ কমে হয়েছে। রিপোর্ট থেকে জানা যাচ্ছে , একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ২৪ জন। যা আগের দিনের থেকে বেশ খানিকটা কম। এখনও পর্যন্ত কোভিডে মোট মৃতের সংখ্যা দেশে ৫ লক্ষ ২৪ হাজার ১৮১ জন।
সার্বিক করোনা গ্রাফ দেশে চিন্তায় রাখলেও সুস্থতার হার স্বস্তিজনক। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ২৫ লক্ষ ৭০ হাজার ১৬৭ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে করোনা থেকে গত ২৪ ঘণ্টায় সেরে উঠেছেন ৩ হাজার ২৩০ জন। ৯৮.৭৪ শতাংশ সুস্থতার হার।
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য জানাচ্ছে, দেশে ১৯০ কোটি ৮৩ লক্ষের বেশি ডোজ করোনার টিকা (Corona Vaccine) এখনও পর্যন্ত দেওয়া হয়েছে। এর মধ্যে ১৪ লক্ষের বেশি গতকাল ভ্যাকসিন পেয়েছেন। কেন্দ্রের নয়া নিয়ম অনুযায়ী, বিদেশে সফরকারী যাত্রীরা এবার থেকে দ্বিতীয় ডোজ নেওয়ার ৩ মাস পরই করোনা টিকার (Corona Vaccine) বুস্টার ডোজ নিতে পারবেন। এই সময়সীমা ৯ মাস সর্বসাধারণের জন্য। কিন্তু ৯ মাসের এই সময়সীমা কমিয়ে ৩ মাস করা হয়েছে বিদেশযাত্রীদের ঝুঁকির কথা ভেবে। যদিও তেমন আগ্রহ দেখাচ্ছে না দেশবাসী বুস্টার ডোজ নেওয়ার ব্যাপারে। যা সরকারকে চিন্তায় রাখছে।