রাস্তায় পড়েছিল কড়কড়ে ৫০ হাজার টাকার নোটের একটি বান্ডিল। চোখে পড়লে যে কারোরই মনে দ্বিধা আসার কথা কি করা উচিৎ। কিন্তু এই ব্যাক্তি এক অনন্য উদাহরণ তৈরী করলেন। রাস্তায় এতগুলো টাকা কুড়িয়ে পেয়ে সেটির মালিক কে খুঁজে বার করে তাঁকে তার টাকা ফেরত দিলেন এক গ্রামসম্পদ কর্মী। ঘটনাটি পূর্ব বর্ধমানের আউশগ্রামের। সেখানকার জামতাড়ার বাসিন্দা শেখ সাইফুল ইসলাম সোমবার বুদবুদ থানায় উপস্থিত হয়ে আইনত ভাবেই টাকা ফিরিয়ে দেন আউশগ্রামের অমরারগড়ের বাসিন্দা স্নেহাশিস খাঁ-কে। তাঁর সততা দেখে প্রশংসা সকলের মুখে।
গ্রামসম্পদ কর্মী সাইফুল (৩৮) আউশগ্রাম ২ ব্লকে কর্মরত। তাঁর স্ত্রী সোফিয়া ইয়াসমিনও স্থানীয় জামতাড়া (আউশগ্রাম ২) ব্লক স্বাস্থ্যকেন্দ্রে রোগী সহায়িকা হিসাবে কাজ করে। বাড়িতে আর দুই সদস্য তাদের ৪ বছরের মেয়ে আর বৃদ্ধ পিতা। রবিবার একটি অনুষ্ঠান শেষে মোটরবাইকে সন্ধ্যা নাগাদ বাড়ী ফিরছিলেন সাইফুল ও তার স্ত্রী। হঠাৎই রাস্তায় দিকে চোখ পরে তাদের। দেখেন ৫০০ টাকার নোটের একটা বান্ডিল পড়ে। সেটা কুড়িয়ে কার টাকা সেই খোঁজ শুরু করেন তিনি। আশেপাশের এলাকায় জানিয়ে রাখেন যে টাকার জন্য কেউ খোঁজ করলে জানাতে। সোশ্যাল মিডিয়াতেও পোস্ট করেন।
এদিকে যার টাকা সেই ব্যক্তি স্নেহাশিস খাঁ পেশায় ঠিকাদার। বাইকের সাইলেন্সার পাইপের গরমে ব্যাগের একাংশ পুড়ে গিয়ে সেই ফাঁক গলে পড়ে গিয়েছিল টাকার বান্ডিল। আরেকটা বান্ডিল ওই ব্যাক্তির বাড়ির এলাকায় পড়েছিল তাই সেটি খুজেঁ পেয়েছেন। আরেকটি পড়েছিল রাস্তায় যেটা পরে সাইফুলের হাতে। তিনি সোশ্যাল মিডিয়ায় সেটা জানতে পারেন। অশেষ ধন্যবাদ জানিয়ে ওই ব্যাক্তি বলেছেন ‘‘তাঁকে অসংখ্য ধন্যবাদ। অন্য কারো হাতে পড়লে, কী হত জানি না!’’