Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

গভীর রাতে চুরি করতে এসে মর্মান্তিক পরিণতি চোরের! চোরের অবস্থা দেখে শিহরিত লোকজন

চোর চুরি করতে ঢুকেছিল ওই বাড়িতে । আর তার পরেই সব কিছু যেন শেষ । এক দুর্ঘটনা ঘটে গেল তার জীবনে । চুরি করার বদলে প্রাণ খোয়াতে হলো তাকেই ।  বিদ্যুৎপৃষ্ট হয়ে মরতে হলো চুরি করতে আসা চোরকে । মুর্শিদাবাদ জেলার বহরমপুর থানার পাকুড়িয়া পাড়া এলাকায় বৃহস্পতিবার গভীর রাত্রে এই ঘটনা ঘটেছে। স্থানীয় দের মতে পাকুড়িয়া পাড়ার বাসিন্দা সুরজিৎ রুদ্রের বাড়িতে বৃহস্পতিবার গভীর রাত্রে চুরি করতে আসে এক যুবক। হাই ভোল্টেজ বিদ্যুৎ পরিবাহী তারে বিদ্যুৎস্পৃষ্ট হয় সে ছাদ দিয়ে বাড়িতে ঢোকার চেষ্টা করতে গেলে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই যুবকের।

বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার কারণে ওই এলাকায় কারেন্ট চলে যায়। সাথে সাথে বিদ্যুৎ দফতরে খবর দেওয়া হয় এবং বিদ্যুৎ কর্মীরা যখন ফল্ট খুঁজতে যায় তখন দেখে যে এক যুবক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাড়ির ছাদে ঝুলছে। তারা তখন পুলিশে খবর দিলে মৃতদেহ উদ্ধার করে বহরমপুর থানার পুলিশ। যদিও মৃত যুবকের পরিচয় এখনও পর্যন্ত পাওয়া যায়নি। মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। সুরজিৎ রুদ্র জানান, বাড়িতে থাকি না আমি। রাতে ডিউটি থাকে আমার। সেই কারণেই রাতে বাইরে থাকতে হয় আমাকে। তবে আমার স্ত্রী ও কন্যা থাকে বাড়িতে।

আমার কন্যা ফোন করে বৃহস্পতিবার রাত ৩-৪টা নাগাদ এবং জানায় বাড়িতে পুলিশ এসেছে। তারপরেই ছুটে আসি আমি এবং বাড়ির ছাদে অজ্ঞাত পরিচয় এক যুবক ঝুলছে দেখতে পাই। পুরো শরীরের একাধিক জায়গায় ঝলসে গেছে। পুলিশ দেহ উদ্ধার করে নিয়ে যায় এসে। ওই যুবক বাড়িতে এসেছিল চুরির করার উদ্দেশ্যেই বলে প্রাথমিক ভাবে অনুমান পুলিশের। পুলিশ প্রশাসন সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে।

Related posts

Breaking News: প্রয়াত চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত!

News Desk

স্ত্রীকে ফুঁসলিয়ে দিল্লিতে নিয়ে গিয়ে ধর্মান্তকরণ করে নিকাহ! পুলিশের দ্বারস্থ হলেন স্বামী

News Desk

দোষ কাটাতে বধূকে ১০৮ দিনে করতে হবে ২১ বার যৌনতা! অন্ধবিশ্বাসের সুযোগে যা করলেন ভন্ড বাবা

News Desk