Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

ভুল নাম্বারে প্রেম, বিয়ের সিদ্ধান্ত নিয়ে বাড়ি থেকেই গয়নাগাটি টাকা-পয়সা চুরি! বেপাত্তা প্রেমিক

ভুল নম্বরে ফোন লেগে গিয়েছিল মেয়েটির। সেখান থেকেই আলাপের শুরু। তারপর আলাপ বদলায় ভালো লাগায়। ভালো লাগা প্রেমে। বাড়তে থাকে প্রেম। প্রেমিক বলে বিয়ে করবে। কিন্তু প্রয়োজন ছিল টাকার। সেই টাকা আসবে কোথা থেকে? উপায় খুঁজে বার করে প্রেমিকা মেয়েটি। রং নাম্বার প্রেমিকের জন্য নিজের বাড়িতেই ডাকাতি করলেন। মায়ের সিন্দুক ভেঙ্গে গয়নাগাটি, টাকা-পয়সা হাতিয়ে নিয়ে তুলে দিয়েছিলেন প্রেমিকের হাতে একাদশ শ্রেণীর ছাত্রী।

how to check your Provident Fund balance

তারপরেই ঘটে বিপত্তি। টাকা পয়সা, গয়না গাটি, যোগাযোগ করেননি প্রেমিক। কী করবে কোনো উপায় না পেয়ে স্কুলে যাওয়ার নাম করে বেরিয়ে প্রেমিককে খুঁজতে বেরোয় কিশোরী। প্রায় তিন ঘন্টা অনেক খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে নাকাল হয় ছাত্রী। অবশেষে সামশেরগঞ্জ বাজার থেকে মেয়েটিকে উদ্ধার করে মেয়েটির পরিবার। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ এলাকায়।

স্কুলছাত্রীর জানিয়েছেন , বছর দুই ধরে সম্পর্ক তার। তার প্রেমিক তাকে জানিয়েছিলেন বিয়ে করে নেবেন এ বার। নিজের বাড়ির সিন্দুক ভেঙে টাকা-পয়সা, গয়না দিয়ে বিয়ের জন্য দিয়ে দেয় প্রেমিককে। যদিও নগদ টাকা, সোনার হার, আংটি, নাকছাবি এই সব কিছু হাতিয়ে ওই প্রেমিক চম্পট দিয়েছে! বলতে বলতে গলা ধরে আসে কিশোরীর। তার কথায়, ‘‘কুড়ি হাজার টাকা, সোনার গহনা বিয়ের নাম করে বাড়ি থেকে ডেকে হাতিয়ে গা ঢাকা দিয়েছে ও। আর ফোন ধরে না ফোন করলে।’’ কিশোরীর পরিবারের পক্ষ থেকে এ নিয়ে সামশেরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়ছে। তবে ওই যুবকের সম্পূর্ণ ঠিকানাই কিশোরী বলতে পারেনি। তবে সামশেরগঞ্জ থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

ছাত্রীর পরিবার সূত্রে খবর, বৃহস্পতিবার বাড়ি থেকে বেরিয়েছিল মেয়ে স্কুলের যাওয়ার নাম করে। কিন্তু অনেকক্ষণ বাড়ি ফেরেনি সে। তাকে বহু খোঁজাখুঁজি করার পরও পাওয়া যায়নি। শেষ পর্যন্ত তাকে সামশেরগঞ্জের নতুন বাজার এলাকা থেকে পারিবারের লোকজন উদ্ধার করে। যদিও ছাত্রীর দাবি, সে বান্ধবীর বাড়িতেই ছিল। ঘটনার বিবরণ দিতে গিয়ে সে ভেঙে পরে , ‘‘ বিয়ে করবে বলেছিল, আর ফোনটাই এখন ধরছে না!’’

Related posts

অব্যাহত দেশের করোনা ঝড়! তিনদিন পরপর আক্রান্তের সংখ্যা ছাড়ালো 3 লক্ষ

News Desk

হঠাৎই টকটকে লাল হয়ে গেল চীনের আকাশ! ছড়িয়ে পড়লো মহা প্রলয়ের আতঙ্ক! কারণ কি?

News Desk

আজ ৫ই সেপ্টেম্বর, শিক্ষক দিবস! কেন এই দিনেই ভারতে পালিত হয় শিক্ষক দিবস

News Desk