Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

ফুচকা খাওয়া নিয়ে মহিলাকে অশ্লীল মন্তব্য! ঘটনা ঘিরে দুই পক্ষের মধ্যে পাথর ছোড়াছুড়ি, আহত বহু

ঝাড়খণ্ডের গিরিডিতে, ফুচকা খাওয়া নিয়ে এক মহিলাকে নিয়ে কিছু যুবক অশালীন মন্তব্য করা নিয়ে বচসা এতটাই বেড়ে যায় যে দুই সম্প্রদায়ের মানুষের মধ্যে পাথর ছোড়াছুড়ি শুরু হয় এবং এতে বহু মানুষ আহতও হয়। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকা নিজেদের নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে উভয় সম্প্রদায়ের মধ্যে দোষীদের চিহ্নিত করে গ্রেফতারে পুলিশ অভিযান শুরু করেছে।

ঘটনাটি পাচম্বা থানা এলাকার হাতিয়া রোডের, যেখানে শুক্রবার দুপুর ২টায় দুই সম্প্রদায়ের লোকজনের মধ্যে পাথর ছোড়া শুরু হয়। বৃহস্পতিবার থেকে ঘটনার শুরু হয়েছে বলে জানা গেছে। কিছু মহিলা ফুচকা খাচ্ছিল সেই সময় একটি সম্প্রদায়ের কিছু যুবক এই মহিলাদের মধ্যে একজনকে নিয়ে কিছু অশ্লীল মন্তব্য করেছিল। ঘটনাস্থলে উপস্থিত অন্যান্য সম্প্রদায়ের লোকজন এর বিরোধিতা করেন। কিছুক্ষণের মধ্যেই বিষয়টি এতটাই বেড়ে যায় যে পরিস্থিতি পাথর ছোড়া পর্যন্ত পৌঁছে যায়। পুরো এলাকার পরিবেশ উত্তাল হয়ে ওঠে এবং লোকজন তাদের দোকানপাট বন্ধ করে দিতে থাকে।

ঘটনার খবর পেয়ে ডিএসপি সঞ্জয় রানা, পাচম্বা স্টেশনের ইনচার্জ সৌরভ রাজ বিপুল সংখ্যক পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। একই সঙ্গে এ ঘটনায় কয়েকজন যুবককেও হেফাজতে নেওয়া হয়েছে, যাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। একই সময়ে, পচাম্বা থানায় উভয় সম্প্রদায়ের লোকেরা পৃথক পৃথক এফআইআর দায়ের করেছে।

অপরদিকে এ বিষয়ে ডিএসপি সঞ্জয় রানা বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় হাতিয়া রোডে কিছু মহিলা ফুচকা খেতে এসেছিল। এ সময় কয়েকজন নারীকে নিয়ে মন্তব্য করায় বাকবিতণ্ডা হয়। শুক্রবার কয়েকজন যুবক পাথর ছোড়ে। পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে, খুব শীঘ্রই দোষীদের গ্রেপ্তার করা হবে।

Related posts

দেশে ফের ঊর্ধ্বমুখী সংক্রমণ, গত ২৪ ঘন্টায় করোনা সংক্রমন বাড়লো ৪০ শতাংশ

News Desk

টাকার অভাবে বন্ধ চিকিৎসা, শিকলে ছেলেকে বেঁধে রেখেই দিন কাটছে নিরুপায় বাবা মার

News Desk

5G নাকি দূষণ.. মেক্সিকোয় উড়ন্ত অবস্থায় শত শত পাখির মৃত্যু ঘিরে ধোঁয়াশা! দেখুন ভিডিও

News Desk