নিঃসঙ্গতার কারণে বারবার মানসিক অবসাদ এবং তার থেকে চূড়ান্ত পরিণতির কথা সামনে আসছে। আবারো এমনই এক মর্মান্তিক ঘটনার খবর এলো। ডানকুনিতে একটি বাড়ির বাথরুমের ভিতর থেকে উদ্ধার হলো এক যুবকের নিথর প্রাণহীন দেহ। ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়াল এলাকায়। মৃত ব্যক্তির নাম ধৃতিমান কোলে। বয়স ৪২ বছর। এই ঘটনার পর থেকেই আবারও এক প্রশ্ন ঘুরেফিরে আসছে। এই মৃত্যুর কারণ কি অবসাদ?
ডানকুনির দক্ষিণ স্টেশন পল্লিতে বাড়ি ছিল ধৃতিমান বাবুর। স্থানীয়দের সূত্রে জানা গিয়েছে আজ থেকে প্রায় বছর দশেক আগেই তার সঙ্গে তার স্ত্রীর বিবাহ বিচ্ছেদ হয়ে গিয়েছিল। সেই থেকে নিজের মায়ের সঙ্গেই থাকতেন ধৃতিমান কোলে। কিছুদিন আগে মারা যান তার মাও। এরপর থেকে একা একাই বাস করতেন ধৃতিমান বাবু। সম্প্রতি নাকি নিজেদের বসতবাড়িটা বিক্রি করে দিয়েছিলেন তিনি।
পাড়া-প্রতিবেশীদের বক্তব্য, সেই ভাবে কারো সাথে মিশতেন না, বেশিরভাগ সময়টা নিজের বাড়ির ভেতরেই বদ্ধ থাকতেন। গত চারদিন তাকে বাড়ির বাইরে কেউ বের হতে দেখেনি। এরপরে আজ সকালবেলা বাড়ির ভেতর থেকে পচা গন্ধ নাকে এলে খবর পাঠানো হয় ডানকুনি থানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে বাড়ির দরজা ভেঙ্গে শৌচালয় থেকে মৃতদেহ উদ্ধার করে। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
পুলিস জানিয়েছে তারা শৌচালয়ের ভিতর থেকে উদ্ধার করেছে ধৃতিমান কোলের প্রাণহীন দেহটি। কিন্তু কী কারণে মারা গিয়েছেন তিনি তা এখনো স্পষ্ট নয়। ঘটনার তদন্ত করে দেখা হচ্ছে। এদিকে ধৃতিমান কোলের কাকা জানিয়েছেন একাকিত্বের কারণে তার ভাইপো অসংযমী ভাবে চলত। অত্যধিক মদ্যপানও করত।