Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! অন্তঃসত্ত্বা নাবালিকা! সন্তানের জন্ম দিতেই ফাঁস হল ঘটনা

নাবালিকার সাথে সম্পর্ক ভারতের আইনের চোখে অন্যায়। এই নিয়ে অনেক প্রচারও চালানো হয়। কিন্তু তাও কিছু মানুষ বার বার এই ধরনের কর্মকাণ্ডে লিপ্ত হয়। আবারও এমন এক ঘটনা সামনে এলো। যেখানে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বারংবার এক নাবালিকার সাথে শারীরিক ঘনিষ্ঠতা করেন এক যুবক। একাধিকবার সহবাসের কারণে ওই নাবালিকা অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। লোকলজ্জার ভয়ে তখন বিষয়টি কাউকে জানাতে পারেনি নাবালিকার পরিবার। কিন্তু সময়ের সাথে সাথে প্রকৃতির নিয়মে সন্তান প্রসব করে ওই নাবালিকা। এরপরেই ফাঁস হয়ে যায় যুবকের কুকীর্তি সবার সামনে। এই ব্যাপারে জানাজানি হতেই নাবালিকার সাথে সহবাস এর অভিযোগে গ্রেফতার হয় ওই যুবক।

চাঞ্চল্যকর এই ঘটনাটি মেদিনীপুর শহরের কুইকোটা অঞ্চলের। জানা গেছে নাবালিকার বয়স ১৭। সে কুইকোটা এলাকারই একটি বিদ্যালয়ের পাঠরত। এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ওই কিশোরের সঙ্গে দীর্ঘ সময় ধরে সহবাস করে আসছিল অভিযুক্ত যুবক। এইভাবেই এক সময় অন্তঃসত্ত্বা হয়ে পড়ে নাবালিকা। নাবালিকার অন্তঃসত্বা হবার খবর পাড়া-প্রতিবেশীর থেকে গোপন রাখে তার পরিবারের সদস্যরা। এদিকে গত ১৪ই এপ্রিল সন্তানের জন্ম দেয় ওই নাবালিকা। এরপরেই লোক এলাকায় জানাজানি হয়ে যায় পুরো ব্যাপারটা। ঘটনাটি প্রকাশ্যে আসার পরই মেদিনীপুরের কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের হয়। 

অভিযোগের তীর ওঠে সুব্রত মাঝি নামে এক যুবকের বিরুদ্ধে। তার বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ দায়ের হয়।  যবককে গ্রেফতার করে হেফাজতে নিয়েছে কোতোয়ালি থানার পুলিস। সোমবার অভিযুক্ত যুবককে মেদিনীপুর আদালতে পেশ করা হয়। বিচারপতি অভিযুক্তকে তিন দিনের পুলিসি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন। কিন্তু এই ঘটনা নিয়ে এখনো পর্যন্ত মেয়েটির পরিবারের তরফে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Related posts

সন্ত্রাস দমনে দক্ষ, দেশের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ! বিপিন রাওয়াত সম্পর্কিত অজানা তথ্য

News Desk

করোনা ভাইরাসের নতুন প্রজাতি ‘ওমিক্রন’ আদতে কতটা ভয়ংকর! ভ্যাকসিন কি রুখতে পারবে

News Desk

কবে , কোথায় , কি কারণে ব্যবহার হয়েছে আপনার আধার কার্ড (Aadhaar), জেনে নিন আজই

News Desk