Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

ফুড ডেলিভারি বয়কে জুতো দিয়ে মারলেন মহিলা! ভিডিও দেখে নিন্দায় সরব নেটিজেনেরা

এক অনলাইন ফুড ডেলিভারি (Online Food Delivery Boy) সংস্থার কর্মী যুবক ডেলিভারী দিতে যাওয়ার উদ্দেশ্যে বাইকে করে যাচ্ছিলেন আর ওনার সঙ্গে এক স্কুটি চালানোরত মহিলার সংঘর্ষ হয় আর এর পরেই ওই মহিলা নিজের স্কুটি থেকে নেমে আসেন আর পা থেকে জুতো খুলে তা দিয়ে মারধর শুরু করলেন ওই যুবককে। মহিলা বলেছেন যে তাকে নাকি ইচ্ছা করে ধাক্কা মেরেছে ওই যুবক। যদিও সেখানে থাকা লোকজন দের মতে ওই মহিলাকে ইচ্ছাকৃত ধাক্কা মারেননি ওই যুবক। অনেক চেষ্টাও করেন ওই মহিলাকে নিরস্ত্র করতে কিন্তু , ওই মহিলা খুব একটা পাত্তা তাতে দেননি। ওই মহিলা হেনস্থা করতেই থাকেন ওই যুবকের। মধ্যপ্রদেশের (Madhya Pradesh) এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Viral Video) হয়েছে। নেটিজেনদের একাংশ মহিলার নিন্দায় সরব হয়েছে।

ঘটনাটি মধ্যপ্রদেশের জব্বলপুর (Jabalpur) শহরে ঘটেছে। ভাইরাল ভিডিওতে এক মহিলা হঠাৎ করেই নিজের স্কুটি থেকে নেমে আসে এবং তার স্কুটির সাথে সংঘর্ষে যুক্ত থাকা অনলাইন ফুড ডেলিভেরি সংস্থায় কর্মরত এক যুবককে জুতো খুলে মারছেন দেখা গিয়েছে। অল্প সময়ের মধ্যেই ওই এলাকায় লোকজন জড়ো হয়ে যেতে থাকে। মহিলাকে থামানোর চেষ্টাও তাঁরা করেন। মহিলা তাতে ভ্রূক্ষেপও করেননি। এমনকি ওই নিগৃহীত যুবকের গায়ে লাথিও মেরেছিলেন। ওই মহিলার অভিযোগ, বিপজ্জনকভাবে ওই যুবক বাইক চালায়, ফলে তাঁর স্কুটির সঙ্গে ধাক্কা লাগে। যুবক রাস্তার ভুল দিক থেকে যাচ্ছিল বলেও আরও অভিযোগ করেন চড়া মেজাজের ওই মহিলা।

যদিও প্রত্যক্ষদর্শীরা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, যুবকের কোনও ভুল ছিল না। মহিলা গাড়ি চালাচ্ছিলেন ফোনে কথা বলতে বলতে। স্কুটির সঙ্গে বাইকের সেই কারণেই হালকা সংঘর্ষ হয়। তথাপি মহিলাই উলটে খড়গহস্ত হন যুবকের ওপরে। নেটিজেনদের কারও কারও বক্তব্য, ভুল হতেও পারে যুবকের। তবে সকলেরই বক্তব্য, মহিলা যুবককে যেভাবে নিগ্রহ করেছেন তা মেনে নেওয়া যায় না। এক নেটাগরিক লেখেন, “ ওই মহিলা যে ব্যবহার করলেন, তারপর ক্ষমা চাওয়া উচিত ওঁর যুবকের কাছে”।

Related posts

পাশে থাকার বার্তা। ভারতকে ভেন্টিলেটর পাঠাচ্ছে এই দেশ।

News Desk

জাল কার্ড ছাপিয়ে রূপশ্রীর আবেদন, বিডিও পৌঁছতেই মেয়েকে কনে সাজাতে শুরু করে পরিবার

News Desk

ইউটিউব দেখে নাড়ি কাটা শিখে শিশুর জন্ম দিল মা! সদ্যোজাতর কান্নার শব্দে টের পেলেন মা-বাবা

News Desk