Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

দীর্ঘ সময় বাদে ঊর্ধ্বমুখী দেশের কোভিড গ্রাফ! চিন্তায় রাখছে রাজধানী দিল্লির করোনা পরিস্থিতি

দেশের করোনা সংক্রমণের পরিসংখ্যান দেখে হঠাৎই চিন্তা বাড়লো। আবারও করোনা এক্টিভ কেস বাড়লো। এতদিন এই পরিসংখ্যান নিম্নমুখীর দিকেই ছিল। আর শুধুমাত্র তাই নয় পরপির দু’দিন ধরেই হাজারের উপরেই রইল দেশের দৈনিক আক্রান্তের সংখ্যাটাও। তবে, মৃতের সংখ্যা যথেষ্ট কমেছে। শেষ ২৪ ঘন্টায় গোটা দেশে মৃত্যু হয়েছে মাত্র ১জনের।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, দেশে করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৭ জন। যা সামান্য কম আগের দিনের থেকে। তবে রাজধানী দিল্লির পরিসংখ্যান নতুন করে চিন্তা বাড়াচ্ছে। দিল্লিতে করোনায় আক্রান্ত হয়েছেন গত ২৪ ঘণ্টায় ২৯৯ জন। যা ৪৮ শতাংশ বেশি আগের দিনের থেকে। দিল্লিতে পজিটিভিটি রেটও হঠাৎ বেড়ে গিয়েছে। সক্রিয় করোনা রোগীর সংখ্যাও চিন্তা বাড়াচ্ছে। এদিন দেশে অ্যাকটিভ কেস বেড়ে ১১ হাজার ৫৮ হয়েছে। যা আগের ১৮৮ জন বেশি দিনের থেকে।

তবে বড়সড় স্বস্তি মিলেছে করোনার দৈনিক মৃত্যুতে। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, দেশে করোনায় প্রাণ হারিয়েছেন মাত্র ১ জন গত ২৪ ঘণ্টায়। গতকাল যা ছিল ২৬। দেশে মোট মৃত্যুর সংখ্যা কোভিডে ৫ লক্ষ ২১ হাজার ৭৩৭। পরিসংখ্যান অনুযায়ী, দেশে ৪ কোটি ২৫ লক্ষ ৬ হাজার ২২৮ জন এখনও পর্যন্ত করোনা থেকে মুক্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় যার মধ্যে করোনা থেকে সেরে উঠেছেন ৮১৮ জন। ৯৮.৭৬ শতাংশ সুস্থতার হার।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য জানাচ্ছে, দেশে প্রায় ১৮৬ কোটি ২২ লক্ষের বেশি ডোজ করোনার টিকা এখনও পর্যন্ত দেওয়া হয়েছে। এর মধ্যে গতকাল ১৪ লক্ষের বেশি ভ্যাকসিন পেয়েছেন। স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, দেশের ৯৭ শতাংশ যোগ্য ব্যক্তিকে ইতিমধ্যেই ভ্যাকসিনের অন্তত একটি ডোজ দেওয়া হয়েছে। যা এখনও পর্যন্ত গোটা বিশ্বের রেকর্ড।

Related posts

আবারও টলিউডে বিচ্ছেদের সুর! বিয়ে ভাঙছে তথাগত দেবলিনার! নেপথ্যে কি এই নায়িকা?

News Desk

নিশ্চিত মৃত্যুর হাত থেকে শিশুকে উদ্ধার করে পুরস্কৃত। প্রশংসায় ভাসছে সারা দেশ।

News Desk

গলায় বোতলের ছিপি আটকে বিপত্তি! কিভাবে শিক্ষিকার বুদ্ধিতে প্রাণে বাঁচল শিশু, দেখুন ভিডিও

News Desk