Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

মদের ঘোরে যুবতী আটকে গেল ওয়াশিং মেশিনে, বার করতে ডাক পড়লো দমকলের

আজকালকার দিনে কখনো কখনো এমন ঘটনা সামনে আসে যা শুনলে হতভম্ব হতে হয়। তেমনই এক খবর আবারও সামনে এলো। আপনি নিশ্চয়ই কখনো না কখনো রাস্তা বা অন্য কোথাও মাতাল অবস্থায় লোককে পড়ে থাকতে দেখেছেন। কিছু লোককে দেখা যায় যে এত বেশি মদ পান করে যে তারা ঠিকমতো হাঁটতেও পারে না। সেই সাথে কেউ কেউ নেশার ঘোরে এমন কাজ করে যা কেউ কল্পনাও করতে পারে না। সম্প্রতি এক মেয়েও তেমনই কিছু করেছে। এই তরুণী তার বন্ধুদের সাথে পার্টিতে প্রচুর নেশা করেছিলেন। এরপর তার মাথায় একটি অদ্ভুত চিন্তা আসে। সেই চিন্তা কিভাবে এলো জানা নেই, তবে মাতাল অবস্থায় মেয়েটি হঠাৎই ওয়াশিং মেশিনে ঢুকে পড়ে। এরপরেই ঘটে বিপত্তি। ওই তরুণী সেখান থেকে বার হয়ে আসতে চাইলে তার কোমরের নিচের অংশ মেশিনে আটকে যায়।

একটি রিপোর্ট অনুযায়ী, ২১ বছর বয়সী রোজি কোল একজন ছাত্রী। সন্ধ্যায় সে তার বন্ধুদের সাথে মদ খাচ্ছিল। মাতাল হওয়ার পর ঘরে রাখা ওয়াশিং মেশিনে ঢুকে পড়ার বুদ্ধি আসে তার। একটি ভিডিও বানানো হয় এই ঘটনার। দেখা যায় যে হাসতে হাসতে এসে সে মেশিনে ঢুকেছে। তাড়াতাড়িই তিনি বুঝতে পারেন যে সে ওয়াশিং মেশিনে ঢুকে একটি ভুল করতে চলেছেন। এর পর তিনি বেরিয়ে যেতে চাইলেও আটকে যান। তার বন্ধুরাও তাকে সাহায্য করেছিল কিন্তু সে বের হতে পারেনি। এরপর রাত ১১টায় রোজির বন্ধুরা ফায়ার সার্ভিসকে ফোন করে।

অনেক চেষ্টার পর উদ্ধারকারী দল ওয়াশিং মেশিনের টাম্বলার ডায়ার থেকে রোজিকে বের করে। প্রায় ২০ মিনিটের পরিশ্রমের পর এই উদ্ধার অভিযানে সাফল্য পেয়েছেন দমকলকর্মীরা। পুরো বিষয়টি নিয়ে রোজি প্রতিক্রিয়া দিতে গিয়ে জানান, তার করা এই ভুলটা তার মনে থাকবে সারা জীবন। সে তার পুরো জীবনে এমন ‘বোকা’ কাজ আর করবে না।

এই পুরো ঘটনার ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সোশ্যাল মিডিয়া সাইট টুইটারে @TikTab নামক একটি অ্যাকাউন্ট থেকে ভিডিওটি শেয়ার করে। ভিডিওটি ভীষণভাবে ভাইরাল হয়েছে। প্রচুর মন্তব্য আসছে ভিডিওতে। ভিডিওটি দেখে মানুষের একটাই প্রশ্ন। ওয়াশিং মেশিনে ঢোকার চ্যালেঞ্জ কে নিতে যায় এমন ভাবে।

Related posts

১৯শে ডিসেম্বর: গোয়ার মুক্তি দিবস এবং যা কিছু এই দিনকে স্মরণীয় করে রেখেছে

News Desk

চীন অধিকৃত তিব্বতের প্রতি পরিবারের এক সদস্যকে যোগ দিতেই হবে সেনাবাহিনীতে! ফতোয়া জারি চীনের

News Desk

‘আমি সুরেশ নই, মহম্মদ শামি’, বিয়ের পর স্বামীর কথা শুনে সটান থানায় পৌঁছলেন স্ত্রী!

News Desk