Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

ফেসবুকের মার্কেটপ্লেসে বিক্রী হচ্ছে বাঘের দাঁত! হুগলির গ্রুপের বিজ্ঞাপন ঘিরে চাঞ্চল্য

অনলাইনে কেনাকাটা আজকালকার দিনে ভীষণভাবে জনপ্রিয় হয়েছে। তার একটা কারণ যেমন সকলের হাতে স্মার্টফোনের উপলব্ধতা আরেকটা কারণ অবশ্যই অনলাইনে মেলেনা হেন জিনিস নেই সেই দিকটা। অনলাইন শপিং সাইটে নানা অভিনব চমকপ্রদ জিনিস থেকে শুরু করে ছোট থেকে বড় প্রয়োজনীয় সব কিছুই উপলব্ধ রয়েছে। নানা শপিং সাইট এর পাশাপাশি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুকের মার্কেটপ্লেস কেনাবেচার জন্য বেশ জনপ্রিয় জায়গা। আজকাল অনেকেই ফেসবুকের নানা গ্রুপের মাধ্যমে শাড়ি, জুয়েলারি, গৃহস্থলীর জিনিসপত্র ইত্যাদি অনেক টুকিটাকি জিনিস বেচাকেনা করে থাকে। কিন্তু তাই বলে বাঘের দাঁত। সংবাদ প্রতিদিনের এক প্রতিবেদনে উঠে এসেছে এমনই চাঞ্চল্যকর এক তথ্য।

এ বছরের প্রথম দিক অর্থাৎ জানুয়ারি মাসের শুরুর সপ্তাহ থেকেই কয়েকদিন পর পরই হুগলীর এক গ্রূপে এই বিজ্ঞাপনটি ঘোরাফেরা করছিল। একটি বাঘের দাঁতের ছবি শেয়ার করে লেখা হয় যে সেটি বিক্রি আছে। এইচ ডি এন্টারপ্রাইজ নামে হুগলির একটি গ্রুপ থেকে বিজ্ঞাপন করার কথা বলা হয় বাঘের দাঁত। আর ওই বাঘের দাঁতের দাম ধার্য করা হয় প্রায় লাখ চারেক টাকা। গ্রূপের ওই পোস্ট টি ভাইরাল হতেই ওই গ্ৰুপ থেকে পোস্টটি সরিয়ে নেওয়া হয়। এরমধ্যেই ওই গ্রূপের খোঁজ চালাতে শুরু করে দিয়েছে বন্যপ্রাণ পাচার রোধ সংস্থা।

বিজ্ঞাপনে বলা হয়, রয়্যাল বেঙ্গল টাইগারের সামনের লম্বা দাঁত হুগলি জেলার তারকেশ্বর স্টেশনের কাছে এক ব্যক্তির বাড়িতে রয়েছে। এরমধ্যে অসমে বসবাসকারী এক ব্যক্তি ওই দাঁতের জন্য লাখ চারেক টাকা দেবেও বলে দেয়। বাঘের দাঁত বিক্রির বিজ্ঞাপনটি এইচ ডি এন্টারপ্রাইজ নামে এক জনৈক সংস্থার কাছে দেওয়া হয়। যিনি বিজ্ঞাপনটি দিয়েছিলেন তার দাবী, ওই বাঘের দাঁত টি তার ঠাকুরদার সময়কালের। এতদিন ধরে বাড়িতেই রাখা ছিল। ওই বাঘের দাঁতের ছবি-পোস্ট করে এই কথা গুলোও বলেছেন তিনি। অনেক ফেসবুক ব্যবহারকারি এই পোস্টটি দেখে প্রচন্ড উৎসাহিত হয়ে পরে। 

এ বিষয়ে ওম প্রকাশ রাজ্যের ওয়ার্ল্ড লাইফ ক্রাইমের ডেপুটি ফিল্ড ডিরেক্টর বলেন, “এর আগেও অনলাইনে আমরা এভাবে বন্যপ্রাণীর দেহ বিক্রি করার বিজ্ঞাপন দেওয়ার অভিযোগ পেয়েছি। এই যাবৎ বেশ অনেকজনকেই এই ব্যাপারে আটক করেছি। বিজ্ঞাপনদাতা সংস্থাটির খোঁজ চলছে। এই কাজ রীতিমতো আইনত অপরাধ ।” 

Related posts

এই ভয়ঙ্কর জায়গায় দেওয়া হতো সমকামী হওয়ার শাস্তি! বন্দী করা হতো সমকামী পুরুষদের

News Desk

স্তিমিত হচ্ছে করোনার তৃতীয় ঢেউ! হ্রাস পাচ্ছে দৈনিক সংক্রমণ! তবে চিন্তায় রাখছে মৃত্যু

News Desk

২৩ নভেম্বর: ভারতে প্রথমবার কমনওয়েলথ শীর্ষ সম্মেলন ও আরো নানা উল্লেখযোগ্য ঘটনা যা আজকের দিনে ঘটেছিল

News Desk