Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

শুধুমাত্র একটি প্রশ্নের কারণে চাকরি পেলেন না যুবক! কী প্রশ্ন জানলে অবাক হবেন

সত্যিই অদ্ভুত এক ঘটনা চাকরির ইন্টারভিউ। চাকরিপ্রার্থীর সাথে নিয়োগকর্তার মধ্যে যে কথোপকথনের মধ্যে কেউ যে এরকম একটা প্রশ্ন করে যে কিছু হতে পারে সেটা সত্যিই অদ্ভুত, নতুন চাকরি পেয়েই চাকরি খোয়ালেন এক যুবক এরকম এক প্রশ্ন করে। সোশ্যাল মিডিয়া রেডিটে এক ব্যক্তি তার এই অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন। তাঁর ও নিয়োগকর্তার সোশ্যাল কথাবার্তাও সেখানে তুলে ধরেছেন। সাথে সাথেই সোশ্যাল মিডিয়াতে সেই কথাবার্তা ভাইরাল হয়ে যায়। (Viral News)

চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে রেডিট ইউজার @doggolover482-কে যেদিন তিনি চাকরিটা পেয়েছেন। এমনই দাবি করেছেন সোশ্যাল মিডিয়ায় ওই ব্যক্তি। তাঁর নিয়োগের কাগজপত্রে সেদিনই সই করতে যাওয়ার কথা ছিল। তার আগে সোশ্যাল মিডিয়ায় নতুন বসের সঙ্গে কথা বলেছিলেন তিনি। কাজ শুরুর আগেই ওই মুহূর্তে চাকরি খোয়ান তিনি। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে কি এমন প্রশ্ন করেছিলেন তিনি?

কথাবার্তা অনুযায়ী দেখা গিয়েছে, প্রশ্ন করেন চাকরিপ্রার্থী, কবে দেওয়া হয় বেতন? নিয়োগকর্তা সেখানে বলেন, সাপ্তাহিক। চাকরিপ্রার্থী এর পর প্রশ্ন করেন, আচ্ছা, আমি তাহলে প্রথম কবে বেতন পাব? নিয়োগকর্তা তারপরেই জবাব দেন, আমার মত আমি বদলে ফেলেছি। অন্য কাউকে আমি নেব, কোম্পানির সঙ্গে যিনি কাজ করতে চান। এমনকী তিনি জানিয়ে দেন ওই প্রার্থীকে, আর কোনও প্রয়োজন নেই অফিসে আসার।

ক্ষমা চেয়ে চাকরিপ্রার্থী নিয়ে লেখেন, আমি দুঃখিত, ঠিক বুঝলাম না আমি, কোম্পানির সঙ্গে আমি কাজ করতে চাই না। কিন্তু জেনে নেওয়া তো জরুরি নিজের বেতন, সেই অনুযায়ী জীবন চলবে তো। বস জবাবে লেখেন, এমন একজনকে খুঁজছি আমি যে কোম্পানির সঙ্গে কাজ করতে চায়, এমন পরিবেশে। কিন্তু শুধু টাকা আপনার উপলক্ষ। এবং এমন কাউকে চাকরি দিতে আমি চাই না যাঁর উদ্দেশ্য শুধু টাকা রোজগার করা। অন্য সহকর্মী, পোশাক কিছু নিয়েই প্রশ্ন করেননি আপনি। শুধুমাত্র বেতনের কথাই আপনি জানতে চেয়েছেন। ফলে আপনাকে বরখাস্ত করছি আমি। এমন জবাবে চাকরিপ্রার্থীও হতভম্ব হয়ে যান এবং সেই কথোপকথন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। নেটপাড়ায় এই ঘটনা ভাইরাল হয়েছে। কোথাকার ঘটনা তা জানা যায়নি তবে এই ঘটনা বিদেশে ঘটেছে বলেই মনে হচ্ছে।

Related posts

বিমানের বাথরুমে যৌনতার সময় হাতেনাতে ধরা! তারপর কি হলো? জানালেন করণ নিজেই

News Desk

ভারতের দৈনিক করোনা পরিস্থিতি ফের নিয়ন্ত্রণে, এরাজ্যের কোভিডগ্রাফে উদ্বেগ বৃদ্ধি

News Desk

থানায় মেয়ের অপহরণের FIR বাবার, এদিকে মেয়ের ফেসবুকে স্টেটাস দেখে হতবাক নেটিজেনরা

News Desk