Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
রাজনীতি

‘সংবিধান কে মানুন’, শীতলখুচি সফর ঘিরে মমতার চিঠির উত্তর দিলেন রাজ্যপাল

ভোট পরবর্তী হিংসা পরিদর্শন প্রসঙ্গে রাজ্যপাল জগদীপ ধনখড়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠির জবাব দিলেন । জানিয়ে দিলেন, তিনি সাংবিধানিক বিধি মেনেই শীতলখুচি-সহ কোচবিহারের বিভিন্ন এলাকা সফরের সিদ্ধান্ত নিয়েছেন । সেই সঙ্গে রাজ্যপালের ‘পরামর্শ’ মুখ্যমন্ত্রীকে লেখা চিঠিতে, ‘যে সংবিধানের শপথ নিয়েছেন, তা রক্ষার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হোন। নিজের অবস্থান পুনর্বিবেচনা করুন’।

‘সংবিধান কে মানুন’, শীতলখুচি সফর ঘিরে মমতার চিঠির উত্তর দিলেন রাজ্যপাল

রাজ্যপাল মুখ্যমন্ত্রীকে লিখেছেন তাঁর চিঠিতে , ‘যে অবস্থান আপনার তরফে নেওয়া হয়েছে, আমি তাতে রাজি হতে পারছি না। আপনার চিঠিতে সাংবিধানিক বিধির প্রতি প্রাথমিক অজ্ঞতা প্রকাশ পেয়েছে ’। রাজভবনে মুখ্যমন্ত্রীর চিঠি পৌঁছনোর আগেই তা কী করে সংবাদমাধ্যমের কাছে পৌঁছে গেল, তা নিয়েও রাজ্যপাল প্রশ্ন তুলেছেন ।

রাজ্যপাল সাংবিধানিক দায়বদ্ধতার প্রসঙ্গ এনেছেন ‘সরকারি বিধি এবং রীতি’ পালন না করার অভিযোগের জবাবে । তিনি মুখ্যমন্ত্রীর উদ্দেশে লিখেছেন, ‘আমি ভেবে অবাক হয়ে যাচ্ছি, আপনার মতো উচ্চতার এক নেতা কী ভাবে বলতে পারেন, রাজ্যপালকে সফরে যেতে হলে রাজ্য সরকারের অনুমতি নিতে হবে’। রাজ্যপাল, ভোট পরবর্তী হিংসায় সঙ্কটে পড়া মানুষের পাশে দাঁড়ানোর এটাই উপযুক্ত সময় বলেও মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন ।

রাজ্যে যেদিন থেকে রাজ্যপাল হিসেবে জগদীপ ধনখড় এসেছেন, তার প্রায় কিছু দিন পর থেকেই রাজ্যে শাসক দল তৃণমূল কংগ্রেসের বেশ কয়েক জন নেতার সাথে তার চিঠি বিলি চলতে থাকে।
বিশেষ করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় এর সাথে তার যেন কিছু তেই আপোষ হয়ে ওঠেনি ।
চিঠির মাধ্যমে বা সরাসরি সাংবাদিকের সামনে নিজেদের একচুল জায়গা ছাড়েনি কখনোই ।
আজও তার অন্যথা হলো না।

Related posts

আজকের মতন শেষ নারদা মামলার শুনানি: জেল হেফাজতেই ফিরহাদ, সুব্রত, শোভন, মদন

News Desk

হাইকোর্টে নারদ মামলার শুনানি শেষ, কি রায় দিল আদালত

News Desk

তৃণমূল মহাসচিবের ঘনিষ্ঠর ফ্ল্যাটে কোত্থেকে এলো এই কোটি কোটি টাকা? লেনদেন কিভাবে?

News Desk