Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

গত কয়েক দিনের চেয়ে সামান্য বাড়ল দেশের দৈনিক করোনা সংক্রমণ! বাড়লো মৃত্যুও

আবারও চিনে করোনা দাপট দেখানো শুরু করেছে। তবে ভারত অনেকটাই সুস্থতার পথে এগিয়ে এসেছে। প্রায় সব রকমের করোনাবিধি তুলেই দিয়েছে দেশ গতকাল থেকে। আবার অনেক রাজ্য এমনও আছে যেখানে মাস্ক পড়া আর বাধ্যতামূলক নয়। দেশের মৃত্যুহার এখনও চিন্তায় রেখেছে মানুষকে। পাশাপাশি অ্যাক্টিভ কেস ও অনেকটাই কমেছে।

শনিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, দেশে করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৬০ জন গত ২৪ ঘণ্টায়। আগের দিনের তুলনায় তা অনেকটাই কম। পাশাপাশি অনেকটাই কম এক্টিভ কেস। ভারতে সক্রিয় করোনা রোগীর সংখ্যা বর্তমানে কমে ১৩ হাজার ৪৪৫। আপাতত অ্য়াকটিভ কেসের হার দেশে ০.০৩ শতাংশ। যদিও এখনও করোনায় মৃত্যু হচ্ছে অনেকেরই।রিপোর্ট বলছে, করোনায় প্রাণ হারিয়েছেন গত ২৪ ঘণ্টায় ৮৩ জন। গতকাল সেই মৃত্যুর সংখ্যা ছিল ৫৩। অর্থাৎ ভাইরাসের বিরুদ্ধে এখনও লড়তে হবে মানুষকে, সেদিকেই এগোচ্ছে পরিস্থিতি। কোভিডে মোট মৃত্যুর সংখ্যা দেশে ৫ লক্ষ ২১ হাজার ২৬৪ জনে।

তবে এসবের মধ্যেও দেশের সুস্থতার হার স্বস্তিজনক। পরিসংখ্যান অনুযায়ী, দেশে ৪ কোটি ২৪ লক্ষ ৯২ হাজার ৩২৬ জন এখনও পর্যন্ত করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে করোনা থেকে সেরে উঠেছেন ১ হাজার ৪০৪ জন গত ২৪ ঘণ্টায়। ৯৮.৭৬ শতাংশ হয়েছে সুস্থতার হার। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য জানাচ্ছে, দেশে প্রায় ১৮৪ কোটি ৫২ লক্ষের বেশি ডোজ করোনার টিকা এখনও পর্যন্ত দেওয়া হয়েছে। গতকাল ভ্যাকসিন পেয়েছেন এর মধ্যে সাড়ে ১৮ লক্ষের বেশি।

তবে বিধিনিষেধ উঠে গেলেও সচেতন থাকা প্রয়োজন, প্রয়োজন মতো হাত স্যানিটাইজারে ধুতে হবে, মাস্ক পড়তে হবে।

Related posts

বাড়িতে পড়ে রয়েছে পুরনো অচল ৫০ পয়সা! রাতারাতি হয়ে যেতে পারেন লক্ষপতি, জানুন কিভাবে

News Desk

করণের শো-তে যৌন জীবনের গোপন কথা জানাতে চলেছে ক্যাটরিনা কাইফ? সত্যিটা কি?

News Desk