Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং বিনোদন

বিমানবন্দরে পৌঁছে কান্নাকাটি। তাও অভিনেত্রী ঋতুপর্ণা কে কিছুতেই উঠতে দেওয়া হলো না ফ্লাইটে

টলিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত বিপদে পড়লেন বিমান বন্দর পৌঁছানোর সাথে সাথেই। অভিনেত্রীর গন্তব্য ছিল আমেদাবাদ, কলকাতা বিমানবন্দর থেকে। খুব ভোরের দিকে ছিল তার ফ্লাইট, সময় ছিল ভোর ৪:৫৫। আমেদাবাদে শুটিং ছিল তার, আর সেই কারণেই বিমানে করে যেতে চেয়েছিলেন আমেদাবাদে। অভিনেত্রী অভিযোগ করেছেন যে তিনি বিমান ধরতে পারেননি দেরী হওয়ায় কিন্তু প্রায় দীর্ঘ ৪০ মিনিট ধরে অনুরোধ , কান্নাকাটি করলেও বিমানে উঠতে দিল না তাঁকে প্রথম সারির একটি বিমান সংস্থা! সমাজ মাধ্যমে তিনি তার সাথে ঘটে এই তিক্ত অভিজ্ঞতার কথা জানালেন সকলকে।

অভিনেত্রীর সঙ্গে ঠিক কী হয়েছিল?

অভিনেত্রী ঋতুপর্ণা আজকে সমাজ মাধ্যমে একটি পোস্ট শেয়ার করেছেন। সেখানে বিস্তারিত জানিয়েছেন তার এই তিক্ত অভিজ্ঞতার কথা। নিজের বোর্ডিং পাসের ছবিও দিয়েছেন তার সেই সমাজ মাধ্যমের পোস্টে। সোশ্যাল মিডিয়ায় ঋতুপর্ণা জানিয়েছেন, যাত্রীদের গেট নং ১৯-এ বোর্ডিংয়ের সময় দেওয়া হয়েছিল ভোর ৪.৫৫ আমদাবাদের বিমান ধরার জন্য । তিনি, ৫.১০ থেকে ৫.১২ মিনিটের মধ্যে সেখানে যান। সেখানে পৌঁছানো মাত্রই তাকে জানানো হয় যে বোর্ডিং গেট নাকি বন্ধ হয়ে গেছে! অভিনেত্রী জানিয়েছেন, নির্দিষ্ট সময়ে তাঁকে দেখতে না পেয়ে নাকি তাঁর নাম ঘোষণাও করেছেন কর্তৃপক্ষ। তার সাথে যোগাযোগ করা হয়েছে ফোনের মাধ্যমেও। কিন্তু তার পরিপ্রেক্ষিতে নায়িকা জানিয়েছেন যে তার কাছে কোনও ফোন আসেনি। এমনকি ভ্যালিড বোর্ডিং পাসও তার কাছে ছিল। অনেক অনুরোধ করেছেন তিনি। তিনি আরও দাবী করেছেন যে বিমান বন্দর কর্তৃপক্ষ কোনও রকম সাহায্য করেননি অনেক বার অনুরোধ করা সত্বেও।

আহমেদাবাদে যাওয়ার কথা ছিল ঋতুপর্ণার একটি শুটিংয়ের কাজেই। প্রযোজকের ক্ষতি হবে ঠিক সময় না পৌঁছলে সে কথা জানিয়ে বোর্ডিংয়ের জন্য অনুরোধও করেছিলেন তিনি। তবে বিমানসংস্থা ঋতুপর্ণার কোনও কথাই শোনেননি।

অভিনেত্রীর কথায়, ‘ বিমান দাঁড়িয়ে মাত্র ৫০ পা দূরে। সেখান থেকে আমি দেখতে পাচ্ছি। কিন্তু বিমানে যেতে পারছি না। যদিও বোর্ডিং পাস থেকে শুরু করে সব কিছুই আমার কাছে আছে। কিছু দিন আগেই আমায় সম্মানসূচক পাসপোর্টও দেওয়া হয়েছে সংস্থার পক্ষ থেকে। এই সংস্থার বিমানে চড়ে যাতায়াতও করেছি বেশ কয়েক বার। এই পরিস্থিতির সম্মুখীন হতে হয়নি কোনও দিন!’ এমন পরিস্থিতি তৈরী হয়েছিল যে কেঁদে ফেলেছিলেরণ তিনি।

Related posts

দাম্পত্য বিবাদের জের, রাস্তায় ‘ফেলে দেওয়া’ হল ৬ মাসের মেয়েকে! ফিরেও তাকালো না বাবা-মা

News Desk

রোনাল্ডোর ইঙ্গিতে একদিনে ৩৩ হাজার কোটি ক্ষতির মুখে কোকাকোলা! কি এমন ঘটল?

News Desk

চিনে ফের ভাইরাসের খোঁজ। ১৫ হাজার বছরের পুরনো ভাইরাস সন্ধান তিব্বতে হিমবাহের নীচে!

News Desk