Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

ভয় ধরাচ্ছে হাইব্রিড কোভিড! দুই রূপের জোড়া সংক্রমণ ধরা পড়ল ভারতের ৭ রাজ্যে

আবারও ফিরে আসছে নতুন রূপে করোনা। এবার করোনার শুধু একটা রূপ নিয়েই মহামারী ছড়াচ্ছে না, আসছে দুটো রূপ একসাথে। যদিও এর আগেও অনেক দেশের বিভিন্ন প্রান্তে করোনার দুটো রূপের মিলিত সংক্রমনে সংক্রামিত হয়েছিল কিছু মানুষ। তবে তখনও ভারতে এই যুগ্ম করোনার রূপের অর্থাৎ হাইব্রিড করোনার কোনও খোঁজ পাওয়া যায়নি। ভারতে এই যুগ্ম করোনা রূপের দ্বারা তখনও কেউ আক্রান্ত হয়নি। কিন্তু এবার ভারতের সাতটি রাজ্যে মিলেছে করোনার হাইব্রিড রূপ দ্বারা সংক্রমণের হদিশ।

কী এই Hybrid Covid?

করোনার প্রথম দিক থেকেই বিশেষজ্ঞরা জানিয়েছিল যে প্রতি মুহূর্তে করোনা নিজের রূপ পরিবর্তন করছে। আগে করোনার দুটো রূপ একসাথে সংক্রমণ ছড়াতে পারেনি কিন্তু এখন দুটো রূপ একসাথেই সংক্রমন ঘটাতে সক্ষম। কিন্তু এই ভাইরাসও এখন নিজেকে পালটাচ্ছে। এখন দু’ধরনের রূপ একসঙ্গে কোনও মানুষের শরীরে সংক্রমণ ঘটাতে পারছে।

ইতিমধ্যেই কোন কোন রাজ্যে কত জন এই Hybrid Covid-এ আক্রান্ত হয়েছেন দেখে নিন?

Hybrid Covid কোন রাজ্যে কত জনের?
কর্ণাটক: ২২১
তামিলনাড়ু: ৯০
মহারাষ্ট্র: ৬৬
গুজরাট: ৩৩
পশ্চিমবঙ্গ: ৩২
তেলেঙ্গানা: ২৫
নয়াদিল্লি: ২০

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO-র প্রধানদেরও চিন্তায় ফেলেছে এই পরিমাণে Hybrid Covid সংক্রমণ।

এটি কেন চিন্তার?

বিজ্ঞানীরা বলছেন, এমনিতেই শরীরকে বেশ কাবু করে দিতে পারে ডেল্টা। ওমিক্রনের সংক্রমণের হার পাশাপাশি বেশি। ওমিক্রন গলায় আবার সংক্রমণ ঘটায় বেশি। সেখানে ফুসফুসের বেশি ক্ষতি ডেল্টা করে। ফলে যুগ্ম করোনার আক্রমণে এই Hybrid Covid-এ সমস্যা দেখা দিতে পারে।

উপসর্গগুলি কী কী?

এই বিষয় নিয়ে এখনও কোনও স্পষ্ট ধারণা দিতে পারছেন না বিশেষজ্ঞরা। সংক্রমণ আরও বাড়লে তখনই এই ব্যাপারে বোঝা যাবে। এখনও পুরোপুরি বোঝা যাচ্ছে না।

জ্বর হতে পারে প্রচণ্ড তাপমাত্রার এর ফলে। স্বাভাবিকের তুলনায় বুক পিঠের তাপমাত্রা প্রচন্ড বেশি থাকবে।

অনেক সময় ধরে টানা কাশি হতে পারে। হাইব্রিড কোরোনায় আক্রান্ত অনেক রোগীর টানা ঘন্টা খানেক কাশি হচ্ছে এমনও আছে। এমন দীর্ঘ সময়ের কাশি দিনে ২-৩ বার হতে পারে।
ওমিক্রনের । কিন্তু এই Hybrid Covid-এর ক্ষেত্রে তা হচ্ছে। ফলে খেয়াল রাখতে হবে এদিকেও।

বাঁচার উপায়:

বিজ্ঞানীরা বলছেন, ভরসা রাখতে হবে নিয়মমাফিক টিকা নেওয়ার উপরেই। মেনে চলতে হবে স্বাস্থ্যবিধি এবং করোনাবিধি। অন্য জটিল অসুখ আছে যাঁদের, তাঁদের সাবধানে থাকতে হবে এই সময়ে।

Related posts

হঠাৎ অভিযানে হোটেলের রুমের ভিতর মিললো ৩৫ জন মেয়ে, অনেকেই আবার অন্তঃসত্ত্বা

News Desk

গত ১ দিনে কোভিডে আক্রান্ত আড়াই লক্ষের নিচে, দৈনিক মৃত্যুও কিছুটা কমলো

News Desk

চলন্ত বাসে শারীরিক ঘনিষ্ঠতা দম্পতির, না থামিয়ে ভিডিও বানিয়ে আপলোড করে দিল সহযাত্রীরা

News Desk